ফরিদপুর জিলা স্কুলের জিপিএ-৫ পাওয়া ৫০১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ফরিদপুর শহরে অবস্থিত জিলা স্কুলটির ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়।
স্কুলটির প্রধান শিক্ষক আফরুজা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশেকুল হক।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ ও লেখক প্রফেসর মোশার্রফ আলী, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জিলা স্কুলের সাবেক শিক্ষক হাফিজুর রহমান, স্কুলটির দিবা শাখার শিফট ইনচার্জ প্রীতি লতা সরকার, প্রভাতী শাখার শিফট ইনচার্জ শচীন্দ্র নাথ ভৌমিক, দিবা শাখার সিনিয়র শিক্ষক আবু বক্কর সিদ্দিকসহ অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ফরিদপুর জিলা স্কুলের প্রভাতী শাখার সিনিয়র শিক্ষক আলী আতিকুর রহমান।
জিলা স্কুল সূত্রে জানা যায়, স্কুলটি ২০২০ খ্রিষ্টাব্দের ১৩৭ জন, ২০২১ খ্রিষ্টাব্দের ১৬৫ জন ও ২০২২ খ্রিষ্টাব্দের ১৯৯ জনসহ বিগত তিনবছরের সর্বমোট ৫০১ জন জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়। একইসঙ্গে স্কুলটি প্রাথমিক শাখার ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে প্রাথমিক বৃত্তির সংবর্ধনা দেয়া হয়।