জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফলভিত্তিক কারিকুলামের ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইকিউএসি।
বিশ্ববিদ্যালয় আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আইন-উল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপস্থিত উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
রিসোর্স পার্সন হিসেবে কর্মশালা পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েস্টিক বিভাগের অধ্যাপক ড. সাঈদ শাহরিয়ার রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রইছ উদদীন এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সরোয়ার আলম এবং মডারেটর হিসেবে ছিলেন অতিরিক্ত পরিচালক ড. মো. রফিকুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, আধুনিক ভাষা ইনস্টিটিউট, কলা অনুষদ এবং আইন অনুষদের প্রভাষক ও সহকারী অধ্যাপকরা ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।