দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী জানিয়েছেন, ফেনী জেলার সদর উপজেলায় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচি পরিচালিত হচ্ছে।
তিনি জানান, ফেনী জেলার সদর উপজেলায় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)-এর সাব-কম্পোনেন্ট ২.৫ ‘আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচি’ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক নেতৃত্বে এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র তত্ত্ববধানে কর্মসূচি পরিচালিত হচ্ছে।
জাতীয় সংসদের ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক লিখিত প্রশ্নের জবাবে এসব কথা জানান প্রতিমন্ত্রী।
তিনি জানান, এ কার্যক্রমের লক্ষ্য হচ্ছে ৮-১০ বছর বয়সী বিদ্যালয় বহির্ভূত ১০ লাখ শিশুকে উপানুষ্ঠানিক শিক্ষা প্রাথমিক শিক্ষা প্রদান এবং তাদেরকে শিক্ষার মূল ধারায় সংযুক্ত করা।
এ কর্মসূচির আওতায় ফেনী জেলার সদর উপজেলায় মোট শিখন কেন্দ্রের সংখ্যা ৯০টি এবং আগামী ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে সরকারের।