আবারও আদালত বর্জন শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি। বার সমিতির পক্ষে গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) থেকে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দেয়া হয়েছে।
মামলার শুনানিতে আইনজীবীরা অংশ না নেয়ায় বেকায়দায় পড়েছেন বিচারপ্রার্থীরা। এতে মামলাজট তৈরি হচ্ছে। এ অবস্থায় বিচারপ্রার্থীদের শুনানিতেই মামলা নিষ্পত্তি করছে আদালত। বুধবার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে দুটি মামলা নিষ্পত্তি হয়েছে বিচারপ্রার্থীদের শুনানিতেই।
ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি থেকে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এ শুনানি বর্জন করে আসছেন আইনজীবীরা। এতে অসংখ্য মামলার শুনানি ব্যাহত হয়। গত ২২ কার্যদিবসে প্রায় দুই হাজার মামলার শুনানি ব্যাহত হয়েছে।
সূত্র আরও জানায়, মঙ্গলবার ৫৭টি মামলার শুনানির দিন ধার্য ছিল। এর মধ্যে দুটি মামলায় জামিন পেয়েছেন আসামিরা। বুধবার ৬৩টি মামলার শুনানি ছিলো। তবে এদিনও কোনো আইনজীবী আদালতের এজলাসে উপস্থিত না থাকায় বিচারপ্রার্থীরা নিজেরাই শুনানি করেন। এরমধ্যে দুটি মামলা উভয় পক্ষের সম্মতিতে সম্পূর্ণ নিষ্পত্তি হয়।
এরমধ্যে বাদী মদিনা বেগম তার প্রতিবেশী খায়ের মিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা উঠিয়ে নেন। ২০২২ খ্রিষ্টাব্দের ৩১ আগস্ট স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা করেন সেতু আক্তার নামে এক নারী। বুধবার তিনি যৌতুকের অভিযোগ তুলে নেন।
এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুক তার খাসকামরায় সাংবাদিকদের বলেন, আইনে বলা আছে, কেউ যদি কোনো মামলা নিজে পরিচালনা করতে পারেন, তাহলে এতে কোনো বাধা নেই। নিজেই মামলার শুনানি করতে পারেন।