ফের ঢাবিতে সশরীরে ক্লাস বন্ধ হতে পারে

নিজস্ব প্রতিবেদক |

করোনাভাইরাসের কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর গত বছরের ১৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সশরীরে ক্লাস শুরু হয়। আবারো করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ক্লাস বন্ধের শঙ্কায় পড়েছেন শিক্ষার্থীরা। এরইমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বুয়েট প্রশাসন সশরীরে ক্লাস বন্ধ করে দিয়েছে।

এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগ চাইলে ক্লাস অনলাইনে নিতে পারবে। সংক্রমণ বিবেচনায় কেন্দ্রীয়ভাবে সম্পূর্ণ অনলাইন ক্লাসে যেতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সন্ধ্যায় এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাকসুদ কামাল।

তিনি বলেন, সংক্রমণের বিষয়টি আমরা পর্যবেক্ষণে রেখেছি। এ সময়ে এমনিতেই নির্দেশনা আছে বিভাগগুলো ৪০ শতাংশ ক্লাস অনলাইনে, ৬০ শতাংশ ক্লাস সশরীরে নিতে পারবে। কেউ চাইলে সম্পূর্ণও অনলাইনে নিতে পারবে। ইতিমধ্যে একটি বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, যদি প্রয়োজন হয়, আমরা কেন্দ্রীয়ভাবে অনলাইন ক্লাসে ফিরে যেতে পারব, সেই সুযোগ আমাদের আছে। উপাচার্য মহোদয়সহ সবার সঙ্গে আলোচনা করে এ মুহূর্তে আমাদের করণীয় কী, তা ঠিক করব।

গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় করোনা সংক্রমণের বিষয়টি আলোচনায় ছিল। ডিনদের কেউ কেউ সশরীরে ক্লাস বন্ধের পক্ষে মত দিলেও উপাচার্যসহ অধিকাংশই এখনই সম্পূর্ণ বন্ধ করতে চান না। তবে কোনো বিভাগ অনলাইনে ক্লাস নিতে চাইলে সে সুযোগ থাকছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে করোনার সংক্রমণের শঙ্কা বিরাজ করছে। প্রতিটি হলের অন্তত ২০ জনের বেশি শিক্ষার্থীর জ্বর, সর্দি-কাশিতে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। অধিকাংশ বিভাগের ক্লাস সংকট থাকায় গাদাগাদি করে বসতে হচ্ছে শিক্ষার্থীদের। এমন পরিস্থিতিতে অনলাইনে ক্লাসের পক্ষে মত দিচ্ছেন অনেক শিক্ষার্থী।

উপসর্গ দেখা দিলে দ্রুত করোনা পরীক্ষার তাগিদ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.004755973815918