ফোন কল পেয়ে ছাত্রীর বাড়িতে বই নিয়ে হাজির ইউএনও

গাইবান্ধা প্রতিনিধি |

কলেজছাত্রীর টেলিফোন কল পেয়ে বাড়িতে গিয়ে নিজ হাতে বই, খাতা কলম ও নগদ টাকা তুলে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন ইউএনও নবীনেওয়াজ। সাদুল্লাপুর গার্লস কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী দিনমজুর ফিরোজ আকন্দের কন্যা ফেন্সি আকতার রোববার ইউএনওকে ফোন করে বলেন, স্যার আমার বই কেনার টাকা নেই। এ কথা শুনে সোমবার (১২ এপ্রিল) দুপুরে আকস্মিক বই, খাতা-কলম কিনে নিয়ে ইউএনও ওই ছাত্রীর বাড়িতে হাজির হন। ফেন্সী আকতার বুজরুক পাটানোছা গ্রামের  দিনমজুর ফিরোজ আকন্দের মেয়ে।

আকস্মিক ইউএনওর আগমনে প্রথমে হতচকিত হলেও বুজরুক পাটানোছা গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়েছে ইউএনওর প্রশংসা।

ফেন্সি সাদুল্লাপুর গার্লস কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। গরীব বাবার কষ্টের সংসারে লেখাপড়ার জন্য বাড়তি খরচ করার সাধ্য নেই। কিছু বই কিনলেও লাইব্রেরিতে টাকা বকেয়া। টাকা বকেয়া থাকায় অর্থনীতি ও মনোবিজ্ঞান বই কেনা হয়নি তার। বই পেয়ে আনন্দিত হয়ে ফেন্সি দৈনিক শিক্ষাডটকমকে জানায়, তার কল্পনাও ছিল না অজোপাড়াগাঁয়ের কোন মেয়ের কথায় ইউএনও স্যার সাড়া দেবেন। আবেগাপ্লুত হয়ে পড়েন তার দরিদ্র বাবা-মা।

ইউএনও মো. নবীনেওয়াজ দৈনিক শিক্ষাডটকমকে জানান, রোববার দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করছি এরমধ্যেই হঠাৎ অপরিচিত নম্বর থেকে মুঠোফোনে কল আসে। অপরপ্রান্ত থেকে কলেজছাত্রী পরিচয়ে কাচুমাচু কণ্ঠে ভেসে আসে স্যার বই কেনার টাকা নেই। পরে খোঁজখবর নিয়ে  সোমবার দুপুরে বই, খাতা-কলম কিনে নিয়ে সাদুল্লাপুর গার্লস কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী দিনমজুর ফিরোজ আকন্দের কন্যা ফেন্সি আক্তারের বাড়িতে হাজির হন তিনি।

ইউএনও আরও বলেন, টাকার অভাবে বই কিনতে না পেরে কারো পড়াশোনায় ব্যাঘাত হবে। এমন খবর তাকে ব্যথিত করে। লেখাপড়ায় আগ্রহী মেয়েটির পড়াশোনা সচল রাখতে তাকে বই কিনে দেয়ার সিদ্ধান্ত নেন তিনি। বইয়ের সাথে খাতা, কলম এবং নগদ  টাকাও ফেন্সির হাতে তুলে দেন ইউএনও।


পাঠকের মন্তব্য দেখুন
কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0027918815612793