বকেয়া বৃত্তি পেলেন টাকা তুলতে না পারা ৮১ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক |

বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় ও উচশিক্ষা প্রতিষ্ঠানের ৮১ জন শিক্ষার্থীকে বকেয়া বৃত্তি দিয়েছে সরকার। তারা বিগত কয়েক বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তি পেলেও নির্ধারিত অর্থবছরে টাকা তুলতে পারেননি। ফলে তাদের বৃত্তি আটকে গিয়েছিলো। টাকা তুলতে না পারা এসব শিক্ষার্থীর প্রতিষ্ঠান প্রধানের আবেদনের প্রেক্ষিতে তাদের বকেয়া বা তামাদি বৃত্তি মঞ্জুর করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

বুধবার অধিদপ্তর থেকে তাদের বকেয়া বৃত্তি এক বছরের জন্য মঞ্জুর করে আদেশ জারি করা হয়। ২৮টি প্রতিষ্ঠানের ৮১ জন শিক্ষার্থীকে সর্বোচ্চ এক বছরের জন্য বকেয়া বৃত্তি মঞ্জুর করা হয়েছে। 

অধিদপ্তর বলেছে, ‘এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদানের নীতিমালার’ শর্তানুযায়ী এবং অভ্যন্তরীণ মেধাবৃত্তির আওতায় দেয়া দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবৃত্তির বিল নির্ধারিত অর্থবছরের মধ্যে উত্তোলন করতে না পারায় প্রতিষ্ঠান প্রধানদের আবেদনের প্রেক্ষিতে ও শিক্ষার্থীদের একবছর মেয়াদের জন্য শর্ত মোতাবেক তামাদি বা বকেয়া বৃত্তি মঞ্জুর করা হলো।’

এসব শিক্ষার্থীর বৃত্তির ক্ষেত্রে কয়েক দফা শর্ত দিয়েছে অধিদপ্তর। শর্ত হিসেবে বলা হয়েছে, বৃত্তির ব্যয় চলতি (২০২১-২০২২) অর্থবছরের রাজস্ব বাজেটের খাত থেকে নির্বাহ করা হবে, এ আদেশের দ্বারা কোনভাবেই মেধাবৃত্তি ভোগের স্বাভাবিক মেয়াদ বৃদ্ধি বুঝাবে না, মেধাবৃত্তি ভোগের মেয়াদে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীর কোন পাঠ বিরতি থাকতে পারবে না।

শর্তে আরও বলা হয়েছে, এ আদেশ কেবল মেধাবৃত্তি বৈধকরণ করা বুঝাবে, এই আদেশকে মেধাবৃত্তির অর্থ ইতিপূর্বে উত্তোলিত না হওয়ার বিষয়ে কোন সনদ হিসাবে গণ্য করা যাবে না, দাবীকৃত টাকা ইতোমধ্যে পরিশোধিত না হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান নিশ্চিত হয়ে শিক্ষার্থীর তথ্য এমআইএস সফটওয়্যারে এন্ট্রি করবেন। এসব শিক্ষার্থীর তথ্য এন্ট্রির সময়সীমা পরবর্তীতে বিজ্ঞপ্তি মারফত যথাসময়ে জানানো হবে।

বকেয়া বৃত্তি পাওয়া বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় ও উচশিক্ষা প্রতিষ্ঠানের ৮১ জন শিক্ষার্থীর তালিকা দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য তুলে ধরা হলো।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে - dainik shiksha কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে বিলেত সফরে শিক্ষামন্ত্রী - dainik shiksha বিলেত সফরে শিক্ষামন্ত্রী ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা - dainik shiksha ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন - dainik shiksha সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল - dainik shiksha ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে - dainik shiksha নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0041980743408203