বগুড়ায় রেজাল্ট শিটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ না করায় কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২৩ শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় ফেল করে। অবশেষে সেই ২৩ শিক্ষার্থী আইসিটি বিষয়ে উত্তীর্ণ হয়েছে। গতকাল মঙ্গলবার নতুন ফলাফল প্রকাশিত হয়।
কাহালু উপজেলা সদরের ওই বিদ্যালয় থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ১০৮ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ব্যবসায় শিক্ষা বিভাগের ২৩ জন শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় অংশ নিলেও তাদের ব্যবহারিক পরীক্ষার নম্বর যথাসময়ে কেন্দ্র সচিব শিক্ষা বোর্ডে পাঠায়নি। এ কারণে ওই শিক্ষার্থীরা ফেল করে।
কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফএমএ সালাম বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের বিধি অনুসারে নম্বরপত্র না পাঠানোর কারণে ২৩ জন ছাত্র এসএসসি পরীক্ষায় ফেল করে। উদাসীনতার কারণে এমনটা ঘটেছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।