বঙ্গবন্ধুকে হত্যা না করলে দেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু।
তিনি বলেছেন, বঙ্গবন্ধুকে এভাবে হত্যা করা না হলে দেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সুখী সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখতেন। তার স্বপ্নকে ধূলিসাৎ করতে ১৯৭৫-এর এই দিনে তাকে ও তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করা হয়।
মঙ্গলবার (১৫ আগস্ট) নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মসিকের উদ্যোগে ১৫ আগস্ট নিহত জাতির পিতা ও তার পরিবারের সদস্যসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও নগরভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলন।
ইকরামুল হক টিটু বলেন, জাতির পিতার স্বপ্নকে আমাদের সার্থক করতে হবে। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তব হয়ে উঠবে।
এর আগে সকাল সাড়ে ৭টায় সার্কিট হাউস সংলগ্ন ‘ময়মনসিংহে বঙ্গবন্ধু’ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।