জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর দ্বিতীয় মেয়াদে নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার।
মঙ্গলবার (৯ জুলাই) সকালে শ্রদ্ধা নিবেদনের সময় তার সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন, অনুষদের ডিনবৃন্দ, ছাত্রকল্যাণ পরিচালক, রেজিস্ট্রার, প্রধান প্রকৌশলী, অফিস প্রধানগণ, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনের পর স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বরের যে বাড়িতে জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন, স্বাধিকারের সংগ্রামে জাতিকে সকল দিক নির্দেশনা দিয়েছেন তার নানা স্মৃতিচিহ্ন বহনকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।
পরে উপাচার্য এর নেতৃত্বে বুয়েটের মূল ফটক সংলগ্ন শহিদ মিনারের পাশে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।