গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ও সাবেক পররাষ্ট্র সচিবের সহধর্মিণীরা। গতকাল রোববার বিকালে তারা জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে তারা বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সব শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এসময় পরিকল্পনা মন্ত্রীর সহধর্মিনী জোলেখা মান্নান, শিল্পমন্ত্রীর সহধর্মিনী নাদিরা মাহমুদ, কৃষিমন্ত্রীর সহধর্মিণী শিরীন আক্তার বানু, রেলমন্ত্রীর সহধর্মিণী শাম্মী আক্তার মনি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সহধর্মিণী ফিরোজা পারভীন, পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রীর সহধর্মিণী মেহ্লাপ্রু, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সহধর্মিণী সৈয়দা মোনালিসা ইসলাম, বিমান প্রতিমন্ত্রীর সহধর্মিণী শামীমা জাফরীন, সংস্কৃতি প্রতিমন্ত্রী সহধর্মিণী ড.সোহেলা আক্তার, অ্যাটর্নি জেনারেলের সহধর্মিণী আফসারী খানম, সাবেক পররাষ্ট্র সচিবের সহধর্মিণী নাছরীন হক, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে সবাই জাতির পিতার স্মৃতিবিজড়িত জায়গাগুলো ঘুরে দেখেন।