বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

গোপালগঞ্জ প্রতিনিধি |

ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের শিক্ষার্থীরা।  এসময় ইলেক্ট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সঙ্গে যুক্ত করার দাবি জানান তারা। 

রোববার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে একাডেমিক ভবনের ৩য় তলার শ্রেণিকক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের ওই (ইটিই) বিভাগের প্রায় ২৫০ জন শিক্ষার্থী। এ সময় তাদের দাবী আদায়ের পক্ষে বিভিন্ন প্লাকার্ড ফেস্টুনে শিক্ষার্থীরা লিখেছে ‘জব সেক্টর যাচ্ছে উড়ে, কি হবে  ইটিই পড়ে’‘চাকরি কিভাবে পাবো ভাই, সার্কুলারে তো নামই নাই’ ‘রক্ত নাও ইইই দাও’।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ইলেক্ট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ বর্তমানে দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নেই। যেসকল বিশ্ববিদ্যালয়ে এই বিভাগ চালু ছিল তারাও এই বিভাগকে বন্ধ করে ইলেকট্রিক্যাল  এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে উন্নীত করেছে। তাই আমাদেরও ইটিই বিভাগকে ইইই বিভাগের সঙ্গে যুক্ত করতে হবে। 

এই ন্যায্য দাবীর বিষয়ে এক বছর আগে স্মারকলিপিও দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। কিন্তু সে সময়ে  আমাদের এ দাবীগুলো মেনে নেয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত এ দাবীর বাস্তবায়ন করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সেচ্ছাচারিতার কারণেই আজও আমাদের এই দাবী আদায় হয়নি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিভাগের এক শিক্ষার্থী বলেন চাকরি ক্ষেত্রে ইটিই বিভাগের তুলনায় ইইই বিভাগের শিক্ষার্থীদের বেশি গুরুত্ব দেয়া হয়। প্রত্যেক বিষয়ের মান একই হলেও সর্বক্ষেত্রে বিভাগের মানদন্ডে আমরা বঞ্চিত হচ্ছি। তাই আমাদের এ দাবি না মানা পর্যন্ত আমরা এ অবস্থান কর্মসূচি পালন করে যাবো। 


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.002701997756958