গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আবার একটি ব্লু ম্যাকাউ পাখি মারা গেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম এ তথ্য নিশ্চিত করেছেন। পাখিটির মৃত্যুর পর পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গতকাল শুক্রবার সকালে ওসি নাসিম জানান, ৭ জুলাই একটি ব্লু ম্যাকাউ পাখি এবং ৮ জুলাই একটি ওয়াইল্ডবিস্টের বাচ্চার মৃত্যু হয়। ওয়াইন্ডবিস্টের বাচ্চাটি এক বছরের বেশি সময় ধরে অসুস্থ ছিল। আর ব্লু ম্যাকাউ ছিল পার্কের কোয়ারেন্টিন শেডে।
এ বিষয়ে আরও বিস্তারিত জানতে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। তবে তিনি রিসিভ করেননি। বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতির সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ও বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রকল্প পরিচালক ইমরান আহমেদ বলেন, সম্প্রতি অসুস্থতার কারণে একটি পাখি ও একটি প্রাণীর মৃত্যু হয়েছে। ঘটনার পরপর শ্রীপুর থানায় জিডি করা হয়েছে।
গত বছরের ২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত পার্কে ১১টি জেব্রা, ১টি বাঘ ও ১টি সিংহী মারা যায়। ওই বছর মোট ২৬টি প্রাণী মারা যায়। এসব প্রাণী মারা গেলেও সে সময় থানায় কোনো জিডি করা হয়নি। অভিযোগ আছে, পার্কে প্রাণীর মৃত্যুর বিষয়টি গোপন রাখতে চায় কর্তৃপক্ষ। তবে প্রকল্প পরিচালক ইমরান আহমেদ বলেন, এমন অভিযোগ সঠিক নয়।