চূড়ান্তভাবে নির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগের ৭ শিক্ষার্থী ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার-২০২২’ লাভ করেছেন। গতকাল রোববার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে ওই শিক্ষার্থীদের হাতে প্রাইজ মানি হিসেবে ৩ লাখ টাকা, সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের রুবাইয়াত হাসান শাওন, ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের রাসমিয়া নার্গিস রিদা, যোগাযোগ বৈকল্য বিভাগের সাদিয়া তাজমিন, লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের সাজনীন আক্তার মুনমুন, ফলিত পরিসংখ্যান বিভাগের প্রিয়াম সাহা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নূর-ই-লুবনা আশা এবং ফলিত রসায়ন বিভাগের সাদিত বিহঙ্গ মালিথা।
এর আগে, গত ১৯ মে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপ-পরিচালকের দপ্তরের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুন নূর মোহম্মদ আল ফিরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচিতদের নামের তালিকা প্রকাশ করা হয়।
এতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে দেশের অভ্যন্তরে স্নাতকোত্তর ১৬টি অধিক্ষেত্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের উন্মুক্ত আবেদনের প্রেক্ষিতে প্রতিযোগিতার মাধ্যমে চূড়ান্তভাবে দেশের ২০ টি সরকারি বিশ্ববিদ্যালয়, ১টি মাদরাসা ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ১ জন, সর্বমোট ২২ জন অনন্য মেধাবী শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার-২০২২’ হিসেবে নির্বাচিত করা হয়।