ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নাঈম মিয়া (২২) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতের নাঈম উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী আতকাপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে নাঈম দ্বিতীয়। সে ময়মনসিংহ নগরীর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিল।
নিহতের প্রতিবেশী নূরুল হক জানান, ভারী বর্ষণের মধ্যে নাঈম বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়েছিল। এলাকার অন্যদের সঙ্গে পানিতে ডুব দিয়ে মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রপাতে নাঈমের মৃত্যু হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।