বদরুন্নেসা কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের হাতাহাতি

ঢাবি প্রতিনিধি |

ছাত্রলীগের ছাত্রসমাবেশ শেষে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রলীগর দুই গ্রুপের হাতাহাতির ঘটনা হয়েছে। এতে আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলেজ ক্যাম্পাসে শাখা ছাত্রলীগের সভাপতি সেলিনা আক্তারের অনুসারীদের সঙ্গে শাখা সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমনের অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের কর্মসূচি শেষে সন্ধ্যায় ক্যাম্পাসে ফেরার পথে হোস্টেলে ঢুকতে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

কলেজটির কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুনের অনুসারীদের অভিযোগ, তাদের ওপর প্রথম হামলা চালান সভাপতির অনুসারী ওহি, লাবনী, লক্ষ্মী, শ্রুতি ও সাদিয়া। পরে আরো বেশ কয়েকজন মিলে হল গেটের ভেতরে টেনে নিয়ে সাত-আটজনকে মারধর করেন। এতে শাকিলা, তনিমা, শাহিনুর, দোলন, হাফসাসহ বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী আহত হন।

হাবিবা আক্তার সাইমুন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, সভাপতির উপস্থিতিতে তার অনুসারীরা এ হামলা ঘটিয়েছে। এতে আটজন আহত হয়েছেন। আমার মেয়েদের হাত কেটে দিয়েছে, কোমরে লাথি মারছে, ঝাড়ু দিয়ে মারছে। কেনো মারছে আমি জানি না। তারা কেন এমনটা করলো এটা জানার জন্য আমি সভাপতিকে ফোন দিয়েছিলাম। কিন্তু তিনি আমার ফোন রিসিভ করেননি।

এদিকে কলেজটির শাখা ছাত্রলীগের সভাপতি সেলিনা আক্তার শেলী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ঘটনার সময় আমি রুমে ছিলাম। চিৎকার শুনে সেখানে গিয়ে তাদের ঝামেলা মিটিয়ে দেয়।

যার মোবাইল ভেঙে গেছে তার মোবাইল ঠিক করে দেবো বলেছি। আমি কোনো হামলা করিনি, হামলার সঙ্গে জড়িত ছিলাম না। আমার ব্যাপারে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। হোস্টেলে যারা মেট্রোন রয়েছে তাদের সঙ্গেও কথা বলতে পারেন। তারা বিষয়টি দেখেছেন।

হোস্টেলের মেট্রোন তাহমিনা খাতুন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। পরে দুই পক্ষের সঙ্গে কথা বলে সেটি মিটিয়ে দেয়া হয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ - dainik shiksha সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ কারিগরির এসএসসি ও দাখিলের রেজিস্ট্রেশনের সময় ফের বাড়লো - dainik shiksha কারিগরির এসএসসি ও দাখিলের রেজিস্ট্রেশনের সময় ফের বাড়লো প্রাথমিকের ডিজির অপসারণ ছাড়া কাজে ফিরবেন না কর্মকর্তা-কর্মচারীরা - dainik shiksha প্রাথমিকের ডিজির অপসারণ ছাড়া কাজে ফিরবেন না কর্মকর্তা-কর্মচারীরা ‘তুমি কে আমি কে? আদুভাই আদুভাই’ স্লোগান শেকৃবি শিক্ষার্থীদের - dainik shiksha ‘তুমি কে আমি কে? আদুভাই আদুভাই’ স্লোগান শেকৃবি শিক্ষার্থীদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে একগুচ্ছ প্রস্তাব - dainik shiksha মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে একগুচ্ছ প্রস্তাব ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ - dainik shiksha ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0024271011352539