বরিশালে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ গ্রহণ করবেন। এছাড়া নগরীর কয়েকটি মসজিদ ও ঈদগাহ মাঠে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সাড়ে ৮টায় প্রথম ও ১০টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে জামে কশাই মসজিদ, বায়তুল মোকারম মসজিদ ও এবায়েদুল্লাহ মসজিদে।
নগরীর বাইরে বৃহত্তর ঈদের জামাত অনুষ্ঠিত হবে চরমোনাই মাদরাসা মাঠে সকাল ৯টায়। এ জামাতে ইমামতি করবেন চরমোনাইর পির সৈয়দ মো. রেজাউল করিম।
এছাড়া সকাল ৮টায় নবগ্রাম রোড আল সাফা জামে মজসিদ, হরিণাফুলিয়া মাদরাসা, চাঁদমারী মাদরাসা, এর্শাদুল উলুম জামে মসজিদ, ব্রাউন কম্পাউন্ড জামে মজসিদ, বরিশাল কলেজ মাঠ, পোর্টরোড মসজিদ, ল কলেজ মসজিদ, কালিজিরা জামে মসজিদ, হাটখোলা জামে মসজিদ, কলমীলজ জামে মসজিদ, সাগরদী বাজার মসজিদ,
জেলগেট জামে মসজিদ, বটতলা জামে মসজিদ ও আমাতনগঞ্জ পাওয়ার হাউজ জামে মসজিদও বাজাররোড মাদরাসা জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।