দৈনিক শিক্ষাডটকম, বরিশাল : বরিশালে মহাত্মা অশ্বিনীকুমার দত্তের ১৬৯তম জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী অশ্বিনী মেলা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে নগরীর সরকারি বরিশাল কলেজ মাঠ প্রাঙ্গণে শুরু হয়ে শুক্রবার রাতে শেষ হয়।
মহাত্মা অশ্বিনী কুমার স্মৃতি সংসদ চতুর্থবারের মতো এ মেলার আয়োজন করেছে। শুরুতে অশ্বিনী কুমার দত্তের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন করে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিরা। গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশনা ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
এছাড়াও শীতের পিঠাপুলি, হাতের কাজের জামাকাপড়, গহনা, ফুল গাছসহ নানা পণ্যের ৩০ টি দোকান ছিলো মেলায়। মেলার আনন্দ আরো বাড়িয়ে দিতে ছিলো নাগরদোলাও। দুই দিন মেলার মাঠে ছিলো দর্শনার্থীদের ভিড়। এমন আয়োজনে খুশি তারা। এ ধরনের আয়োজন আরো বেশি বেশি হওয়া দরকার বলে জানান আগত দর্শনার্থীরা।
মহাত্মা অশ্বিনী কুমার স্মৃতি সংসদ কমিটির সভাপতি স্নেহাংশু কুমার বিশ্বাস বলেন, আগামী প্রজন্মকে অশ্বিনী কুমারের অবদান সম্পর্কে ধারণা দিতে বা জানাতে এ ধরনের আয়োজন থাকবে, আগামীতেও এ ধারা অব্যাহত রাখার কথাও বলেন তারা।