বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠুকে গ্রেফতার করেছে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে তাকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে সংশ্লিষ্ট থানা পুলিশ সূত্র জানায়।
বিস্ফোরক আইনে ঢাকার পল্টন থানায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে আজ বৃহস্পতিবার মাহফুজুল আলম মিঠুকে ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মিঠুর গ্রেফতার ও জামিন নামঞ্জুরের তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান।
বরিশাল জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক বলেন, ‘বুধবার দুপুরে মাহফুজুল আলম মিঠু কারাবন্দি যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে স্বাক্ষাৎ করতে ঢাকার জেলা জজ আদালত চত্ত্বরে যান। সেখান থেকে মাহফুজুল আলম মিঠুকে গ্রেফতার করে বিস্ফোরক আইনের মামলায় চালান দেয়া হয়েছে।’
এদিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ দাবি করেছে, বুধবার দুপুরে মাহফুজুল আলম মিঠুকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। মাহফুজুল আলম মিঠুর বিরুদ্ধে বরিশাল মহানগরের একাধিক থানায় পুলিশের কাজে বাধা দেয়াসহ বিভিন্ন অভিযোগের ৮-১০টি মামলা রয়েছে।