বরিশাল বোর্ডের খাতা কেলেঙ্কারি: সেই গোবিন্দ এখন জেলে

বরিশাল প্রতিনিধি |

বরিশাল শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার খাতা কেলেঙ্কারির মূল নায়ক গোবিন্দ এখন বরিশাল কারাগারে। গত বৃহস্পতিবার বরিশাল আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করে। আগামী মঙ্গলবার তাকে রিমান্ডে নেয়ার জন্য পুলিশ আবেদন করতে পারে জানা গেছে। তবে বরিশাল শিক্ষা বোর্ডের কর্মচারীরা মনে করছেন ভারত থেকে এসে গোবিন্দ চন্দ্র পাল আদালতে আত্মসমর্পণ করার মধ্যে দিয়ে মামলাটি মাটিচাপা দেয়ার মতো ঘটনা ঘটতে যাচ্ছে। বরিশাল শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠা লগ্ন থেকে সব চেয়ে ন্যক্কারজনক ঘটনা হলো চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা কেলেঙ্কারি। শিক্ষা বোর্ডের গোপনীয় শাখা থেকে খাতা বের বকরে বাইরে নিয়ে নতুন করে লিখে আবার বোর্ডে জমা দেয়ার ঘটনাটি নিয়ে দেশব্যাপী তোলপাড় শুরু হয়।

২০১৯ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফল প্রকাশের সময় বিভিন্ন কেন্দ্রের ১৮ পরীক্ষার্থীর একই নম্বর পাওয়ার বিষয়টি প্রথমে কম্পিউটার বিভাগের নজরে আসে। ভিন্ন ভিন্ন কেন্দ্রের ১৮ পরীক্ষার্থীর খাতা নির্দিষ্ট একজন শিক্ষকের কাছে কীভাবে এল সে রহস্য খুঁজতে গিয়ে বেরিয়ে পড়ে সাপ।

এই ১৮ পরীক্ষার্থীর মধ্যে ৪ জন ২০১৮ সালে উচ্চতর গণিতে ফেল করে। এদের মধ্যে কেউ পেয়েছিল ১ কেউবা ২ বা ৩। এবার তারা ৫০ এর মধ্যে ৫০ পাওয়ায় সন্দেহ আরও জটিল হয়। অন্যদিকে বিভিন্ন কেন্দ্রের ১৮ পরীক্ষার্থীর খাতা একজন নির্দিষ্ট পরীক্ষকের কাছে কীভাবে গেল তা নিয়েই বোর্ড তোলপাড় শুরু হয়। কেলেঙ্কারির পর পরীক্ষা নিয়ন্ত্রক বাদী হয়ে গোবিন্দসহ ১৮ পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনার পরপরই গোবিন্দ দেশের বাইরে পালিয়ে যায়। এদিকে মামলাটি সিআইডিতে হস্তান্তর হয়। তদন্তের মাঝপথেই আর ৫ জনকে বহিষ্কার করে বোর্ড। এর মধ্যে একজন বোর্ড কর্মচারী, অপর ৪ জন লেবার হিসেবে কর্মরত ছিল। গোবিন্দ পালিয়ে যাওয়ার পরপরই খাতা কেলেঙ্কারির ঘটনায় নানা গুজব ছড়াতে থাকে। সন্দেহমূলকভাবে এক কর্মকর্তার নামও বেরিয়ে আসে। বোর্ড থেকে গঠন করা তদন্ত টিমও তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করে। কিন্তু সেটি প্রকাশ করা হয়নি। গুঞ্জন ওঠে মামলাটি অদৃশ্য কারো ইঙ্গিতে ধামাচাপা পড়তে যাচ্ছে। কেননা গোবিন্দ ভারত পালিয়ে যাওয়ার আগে বেশ কয়েকজন নেতা ও ধর্মীয় গুরুর কাছে ধর্ণা দেন।

তাদের হস্তক্ষেপেই ধীরে ধীরে মামলাটি গুরুত্ব হারাতে চলে। সিআইডির তদন্তেও আসে শ্লথ গতি। ঠিক সেই মুহূর্তে গোবিন্দ আবার নাটকের পটভূমিতে হাজির। জানা গেছে, হাইকোর্ট থেকে জামিন নিতে গেলে তাকে নিম্ন আদালতে আত্মসমার্পণর নির্দেশ দেয়া হয়। সে মোতাবেক গত বৃহস্পতিবার তিনি আত্মসমর্পণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। অসমর্থিত একটি সূত্র জানায় আগামী মঙ্গলবার তাকে জিজ্ঞসাবাদের জন্য রিমান্ড আবেদন করতে পারেন তদন্তকারী কর্মকর্তা। তবে বরিশাল শিক্ষা বোর্ডের একাধিক কর্মচারী আশঙ্কা প্রকাশ করেন, আইনের ফাঁক ফোকর গলে গোবিন্দ আবার শিক্ষা বোর্ডে যোগ দিতে যাচ্ছে। তবে বিষয়টি তত সহজ হবে না বলেও মনে করছেন কেউ কেউ।


পাঠকের মন্তব্য দেখুন
স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? - dainik shiksha শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ - dainik shiksha অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে - dainik shiksha সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0023348331451416