দৈনিকশিক্ষা প্রতিবেদক: বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে বদলিভিত্তিক নিয়োগে পেয়েছেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউনুস আলী সিদ্দিকী। তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা।
সোমবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ইউনুস আলী সিদ্দিকীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল এর চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হলো।
প্রফেসর সিদ্দিকী ১৯৯৩ খ্রিষ্টাব্দে বরগুনা সরকারি কলেজ প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। এরপর যশোর মাইকেল মধুসূদন কলেজ যশোর, সরকারি ফজলুর হক কলেজ চাখার-এর ৩ বছর উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। বরিশাল সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষেরও দায়িত্ব পালন করেন। এছাড়াও শিক্ষকতা জীবনে ৩১ বছরের মধ্যে ২৩ বছর সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।