বরিশাল বোর্ডের ৫৬৩ শিক্ষার্থী বৃত্তি পেলো

বরিশাল প্রতিনিধি |

বিভাগে মাধ্যমিক পর্যায়ে মেধা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের নাম ঘোষনা করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বর্তমানে বিভিন্ন কোর্সে অধ্যায়নরত ৫৬৩ জন শিক্ষার্থী ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল এর উপর ভিত্তি করে দুটি ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে মেধাবৃত্তি পেয়েছেন মাত্র ১৮ শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি লাভ করেছেন ৫৪৫ জন। এদের মধ্যে যারা মেডিকেল কলেজে অধ্যায়নরত তারা সর্বোচ্চ পাঁচ বছর এবং এর বাইরে অন্যান্যরা চার এবং তিন বছর বৃত্তি সুবিধা পাবেন।

প্রকাশিত তালিকায় দেখা গেছে বিভাগের মোট ৮টি কলেজ থেকে মোট ১৮ জন মেধা বৃত্তি লাভ করেছেন। এর মধ্যে দুটি বেসরকারি কলেজ বাদে বাকি ৬টি সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। সব থেকে বেশি মেধাবৃত্তি লাভ করেছে বরিশাল সরকারি মহিলা কলেজ এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থীরা।

যারা মেধাবৃত্তি লাভ করেছেন তারা হলেন- বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে মো. ইমরান হাসান, মো. ইমরান, মো. খালিদ সাইফুল্লাহ, বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে রুকাইয়া বিনতে মাহমুদ, আনিকা তাবাসছুম, সায়িরা জাহান জিতিয়া, নাবিলা নিশাত বিনতে জামান, বরিশাল ক্যাডেট কলেজ থেকে মো. তাউহিদ আলম টুটুল, মো. সাজ্জাদুল ইসলাম সজল, ফাহিম ফয়সাল অর্নব, পিরোজপুর সরকারি মহিলা কলেজ থেকে বরপ্রদা হালদার, বাবুগঞ্জের রাশেদ খান মেমন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে রহিমা লতিফ মিম, বরিশাল অমৃত লাল দে কলেজ থেকে মো. ইব্রাহীম ও তুষার কীর্তনিয়া, বানারীপাড়া সরকারি ফজলুল হক কলেজ থেকে আয়সা সিদ্দিকা আশা, পালর্দী মডেল স্কুল এন্ড কলেজ থেকে আফিফা ইসলাম, স্বরুপকাঠী সরকারি কলেজ থেকে হুমায়রা এবং সিরাজুম মুনিরা মেধা বৃত্তি লাভ করেছেন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৯ জন, মানবিক বিভাগের ৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৫ জন।

এছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৫৪৫ জনের মধ্যে ২৭২ জন ছেলে এবং ২৭৩ জন মেয়ে। পরিসংখ্যানে দেখা গেছে বিজ্ঞান বিভাগে মোট ২৭৩ জন সাধারন বৃত্তি লাভ করেছেন। এর মধ্যে ১৩৬ জন জেলে এবং ১৩৭ জন মেয়ে।

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সাধারন বৃত্তি লাভ করেছেন মোট ১৩৬ শিক্ষার্থী। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৬৮ জন এবং মেয়ে ৬৮ জন। তাছাড়া মানবিক বিভাগ থেকে বৃত্তি প্রাপ্ত ১৩৬ জন শিক্ষার্থীর মধ্যে ৬৮ জন ছেলে এবং ৬৮ জন মেয়ে।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য জানান, যারা মেধাবৃত্তি পেয়েছে এবং মেডিকেল কোর্সে অধ্যায়নরত তারা প্রতি মাসে ৮২৫ টাকা এবং প্রতি বছর এক কালিন এক হাজার ৮০০ টাকা করে অনুদান পাবে। এছাড়া মেডিকেল কলেজে অধ্যায়নরত সাধারন বৃত্তিপ্রাপ্ত প্রতি মাসে ৩৭৫ টাকা এবং বছরে এক কালিন ৭৫০ টাকা করে ৫ বছর অনুদান পাবে।

এছাড়া কারিগরী ও কৃষি কোর্সে অধ্যায়নরত মেধাবৃত্তিপ্রাপ্তরা মাসে ৮২৫ টাকা এবং এককালীন ১৮শ টাকা করে মোট ৪ বছর অনুদান পাবেন। তবে যারা সাধারন বৃত্তি পেয়ে এই কোর্সে অধ্যায়নরত আছেন তারা মাসে ৩৭৫ টাকা এবং এককালীন অনুদান পাবে ৭৫০ টাকা।

একই ভাবে চার বছর অনুদান পাবেন আইন, বিবিএ ও ডিগ্রি সম্মান কোর্সে অধ্যায়নরতরা। তবে অনুদানের পরিমাণ এক হলেও ডিগ্রি পাস কোর্সে অধ্যায়নরত মেধাবী এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা তিন বছর সরকারের এই অনুদান গ্রহণের সুযোগ পাবে বলেও জানিয়েছেন শিক্ষা বোর্ডের ওই কর্মকর্তা।


পাঠকের মন্তব্য দেখুন
শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0048489570617676