গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার (২০২২-২০২৩) আওতাধীন শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে শুদ্ধাচার ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।
প্রধান অতিথি বক্তব্যে অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, বাংলাদেশ সরকার ২০১২ খ্রিষ্টাব্দে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করে। ২০৪১ খ্রিষ্টাব্দে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রাষ্ট্র ও সমাজের প্রতিটি ক্ষেত্রে সুশাসন নিশ্চিতে প্রত্যেককেই এগিয়ে আসতে হবে। সেই সঙ্গে শিক্ষার গুণগতমান বজায় রেখে দুর্নীতি দমন, সামাজিক বৈষম্য দূরীকরণ, সবাইকে নিয়ে উন্নয়ন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানের মাধ্যমে সুশাসন নিশ্চিত হবে।
শুদ্ধাচার কর্মপরিকল্পনার বিস্তারিত উপস্থাপন করে তিনি বলেন, এনআইএস, ই-গর্ভন্যান্স, সিটিজেন চার্টার, অভিযোগ প্রতিকার, ইনোভেশন ও তথ্য অধিকারের সম্মিলিত বাস্তবায়নের মাধ্যমে ২০২১ খ্রিষ্টাব্দের বর্তমান ডিজিটাল বাংলাদেশ ২০৪১ খ্রিষ্টাব্দের মধ্যে উন্নত সমৃদ্ধ সোনার বাংলায় রূপান্তরিত হবে।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ তোফায়েল আহমেদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডীন, পরিচালকবৃন্দসহ সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।