গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক একিউএম মাহবুব ও উপ-উপাচার্য অধ্যাপক সৈয়দ সামচুল আলম শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে তারা পদত্যাগ করেন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম জানান।
ভাইস চ্যান্সেলর মাহবুব পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি এবং প্রো-ভাইস চ্যান্সেলর পদত্যাগ করেছেন।
বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন শুরু হলে উপাচার্য মাহবুবসহ অনেকেই ক্যাম্পাস ছেড়ে চলে যান। মঙ্গলবার উপাচার্য ও উপ-উপাচার্য ক্যাম্পাসে আসেন এবং অফিস শুরু করেন। তখন তাদের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ক্যাম্পাসে নামেন। তাদের চাপের মুখে মঙ্গলবার বিকালে তারা পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।
জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল বলেন, “বক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব পালনে অপরাগতা প্রকাশ করে উপাচার্য ও উপ-উপাচার্য পদত্যাগ করেছেন। তারা চ্যান্সেলর বরাবর পদত্যাগের আবেদন করেছেন।”