বহিরাগতদের নিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেছেন ছাত্রদলের নেতারা। রোববার (১১ আগস্ট) দুপুর ১২ টার দিকে ছাত্রদলের সদস্যদের উপস্থিতিতে বহিরাগতরা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে স্লোগান দিতে থাকেন। এতে সাধারণ শিক্ষার্থীদের মনে আবারো বিশ্ববিদ্যালয়ে রাজনীতি ফিরে আসার ভয় ছড়িয়েছে। ছাত্রদলের এমন আচরণে আতঙ্কিত আবাসিক হলের শিক্ষার্থীরাও।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ছেলেদের চারটি আবাসিক হলের নেতৃত্বে ছিল ছাত্রলীগ সদস্যরা। তবে সরকার পতনের পর সবাই ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন। এই মুহূর্তে ক্যাম্পাসে আর কোন রাজনৈতিক ছাত্র সংগঠনের উপস্থিতি দেখতে চান না সাধারণ শিক্ষার্থীরা। এবিষয়ে ছাত্রদল নেতা ফয়সালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
প্রসঙ্গত, ক্যাম্পাসে উপাচার্যসহ দায়িত্বরত সব শিক্ষকের পদত্যাগ করার কারণে এক ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পাশাপাশি রোববার (১১ আগস্ট) রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমান শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ করে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন।