বহিষ্কার করায় শিক্ষককে কুপিয়ে জখম

খুলনা প্রতিনিধি |

পরীক্ষায় নকল করার দায়ে বহিষ্কার করায় খুলনা পলিটকেনিক ইনস্টিটিউটের শিক্ষক অমল কৃষ্ণ রায়কে (৩৮) কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে কলজের আইপিসিটি বিভাগের ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী আজিজুর রহমানের বিরুদ্ধে। মঙ্গলবার (২৯ মে) দুপুর দেড়টার দিকে কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই আহত শিক্ষককে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আহত শিক্ষক খালিশপুর হালদার পাড়া এলাকার বাসিন্দা ভব রঞ্জন রায়ের ছেলে। অভিযুক্ত আজিজুর রহমান খুলনার দৌলতপুরের রেজাউল ইসলামের ছেলে।  আহত শিক্ষক অমল কৃষ্ণ রায় জানান, রোববার (২৭ মে)পরীক্ষায় নকল করায় বহিষ্কার করার পর তাকে দেখে নেওয়ার হুমকি দেয় কলেজের আইপিসিটি বিভাগের ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী আজিজুর রহমান। বিষয়টি তিনি কলেজের প্রিন্সিপাল নুরুজ্জামান প্রামানিককে লিখিতভাবে অবহিত করেন। এরপর একদল সন্ত্রাসী তার বাড়িতে যায় এবং বহিস্কার প্রত্যাহার করার জন্য হুমকি দেয়। মঙ্গলবার কলেজ শেষে বাড়ির উদ্দেশে যাওয়ার সময় কলেজগেটে মুখোশ পড়া ৭-৮ জন যুবক তার ওপর ধারালো চাইনিজ কুড়াল, রড ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

কলেজের মেক্যানিক্যাল বিভাগের প্রধান আ. গনি জানান, কলেজ থেকে বের হয়ে গেটের সামনে আসলে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় কয়েকজন। হামলাকারীরা মুখোশ পড়া ছিল ও কয়েকজন কলেজের ড্রেস পড়া অবস্থায় ছিল।

কলেজের প্রিন্সিপাল নুরুজ্জামান প্রামানিক বলেন, ‘নকলের দায়ে বহিষ্কার করা ছেলেটি ওই শিক্ষককে হুমকি দিচ্ছিল। এরপর বাসায় গিয়েও তাকে হুমকি দেয়। হামলা ঘটনার বিষয়টি খালিশপুর থানা, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার ও ডিসিকে অবহিত করা হয়েছে।’খালিশপুর থানার ওসি সরদার মোশারফ হোসেন বলেন, ঘটনার পর পুলিশ পাঠানো হয়েছে। হামলার শিকার ওই শিক্ষক কাউকে চিনতে পারেনি। এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


পাঠকের মন্তব্য দেখুন
নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0027499198913574