পুরো বিশ্বকে এক করে ফুটবল বিশ্বকাপ। যে কারণে এ টুর্নামেন্ট গ্রেটেস্ট শো অন আর্থ হিসেবে খ্যাত। এ নিয়ে উপমহাদেশে উন্মাদনার শেষ নেই। বাংলাদেশও তখন দুই ভাগ হয়ে যায়। ব্রাজিলের ফুটবলের ভক্ত বিশ্বজুড়েই ছড়িয়ে আছে। আর্জেন্টিনারও পিছিয়ে নেই। ইদানীং আলোচনা হচ্ছে নিজ দেশের বাইরে মেসিদের সবচেয়ে বেশি সমর্থক বাংলাদেশেই।
সম্প্রতি আর্জেন্টিনার গণমাধ্যমে বাংলাদেশের মেসি সমর্থকদের খবর প্রকাশিত হয়েছে। দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টাইন ভক্তদের উচ্ছ্বাসের ভিডিও প্রকাশ করেছে তারা। এছাড়া ফিফা নিজেদের ওয়েবসাইটে মেসির হাতে বাংলাদেশের পতাকা দিয়ে একটি ছবি পোস্ট করে। এই ছবিতে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা প্রকাশ পায়। মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোও বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ দেন। বাংলাদেশে মেসিদের নিয়ে এমন উন্মাদনা দেখে নিজেকে আর সংযত রাখতে পারেননি এক প্রশ্নকর্তা। আর্জেন্টিনার ডি স্পোর্টস রেডিওর ক্রীড়া সাংবাদিক করোল দিয়েগো ছিলেন সেই প্রশ্নকর্তা। তিনি বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা নিয়ে উন্মাদনার কথা উল্লেখ করে প্রশ্ন করেছিলেন স্কালোনির কাছে।
যার উত্তরে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘বহু বছর ধরে আর্জেন্টিনা নিয়ে সারা বিশ্বে এক ধরনের আবেগ হয়ে আসছে। এটা শুরু হয়েছিল ডিয়েগো ম্যারাডোনার কারণে। এখন হচ্ছে লিওনেল মেসির জন্য। বাংলাদেশসহ বিশ্বের অনেক জায়গায় এরকম উন্মাদনা দেখে আমরা আনন্দিত হই।’
বাংলাদেশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্কালোনি বলেন, ‘বাংলাদেশের মানুষকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই
বিশ্বকাপে নিজেদের পুরোটা নিংড়ে দিয়ে চেষ্টা করছি। আমরা জানি এটা কতটা কঠিন। তবে শেষ পর্যন্ত এটাই ফুটবল। বাংলাদেশের প্রতি স্কালোনির কৃতজ্ঞতা।’