ম্যাচের আগের দিন গতকাল থেকে উইকেটে সবুজের আবরণ। আজ ম্যাচের দিন ঘাস ছেঁটে ফেলা হবে মনে করা হলেও, সবুজাভ উইকেটেই খেলা হলো। সে জন্যেই কি না টস জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। তবে সেই যৌক্তিকতা অবশ্য প্রমাণ করতে পারেননি তাসকিন আহমেদরা। বাংলাদেশকে তাই ৪১০ রানের বড়সড় লক্ষ্যই দিয়েছে ভারত।
ওয়ানডেতে প্রথমবার বাংলাদেশের বিপক্ষে কোনো দল ৪০০ রান পেরিয়ে গেল। এই ম্যাচ বাংলাদেশকে জিততে হলে যে রেকর্ড বইয়ে এলোমেলো করতে হবে সেটা বলার অপেক্ষা রাখে না। এর আগে সর্বোচ্চ ২৮৯ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ, ২০১২ সালে এশিয়া কাপে। প্রতিপক্ষ এই ভারত। ঈশান কিষাণ-বিরাট কোহলিদের ব্যাটিংয়ের সামনে বড্ড অসহায় ছিল বাংলাদেশের বোলিং। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ২১০ রানে থামেন কিষাণ।
১২৬ বলের ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন কিষাণ। ওয়ানডে ক্রিকেটে এটাই দ্রুততম ডাবল সেঞ্চুরি। বিরাট কোহলির সঙ্গে দ্বিতীয় উইকেটে তাঁর জুটি জমে ২৯০ রান। ৯১ বলে ১১৩ রান করেন কোহলি। এই দুজনের বিদায়ের পর ভারতের বাকি ব্যাটাররা অবশ্য সে অর্থে দাঁড়াতে পারেননি। তবু স্কোর ৪০০ ছাড়িয়েছে ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেলের দুটি ক্যামিও ইনিংসে। ২৭ বলে ৩৭ রান করেন সুন্দর। ১৭ বলে ২০ রান করেন অক্ষর।
বাংলাদেশের সফল বোলার সাকিব। ১০ ওভারে ৬৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন সাকিব। ২টি করে উইকেট নিয়েছেন তাসকিন ও ইবাদত হোসেন। ফেরার ম্যাচে দলের সবচেয়ে খরুচে বোলার তাসকিন। ৯ ওভারে ৮৯ রান দিয়েছেন তিনি।