বাংলাদেশি শিক্ষার্থীদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১১ জুলাই ২০২৪।
সুযোগ-সুবিধাসমূহ: ১. সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ফেলোশিপ অ্যাওয়ার্ড
* ৬ সেমিস্টারের পুরো টিউশন ফি।
* মাসে দেয়া হবে ১৫ থেকে ২০ লাখ ওন (কোরিয়ান মুদ্রা) (বাংলাদেশি টাকায় ১ লাখ ২৭ হাজার ৬০ টাকা থেকে ১ লাখ ৬৯ হাজার ৪১৩ টাকা)। ৩-৪ বছরের জন্য প্রতি মাসে দেয়া হবে এই টাকা।
* কোরিয়া থেকে নিজ দেশে আসা-যাওয়ার রাউন্ড ট্রিপ বিমান টিকিট।
* কোরিয়ান ভাষা শিক্ষার প্রশিক্ষণ।
* স্বাস্থ্য বিমা।
* চাইল্ড কেয়ার সাপোর্ট (অবস্থা অনুযায়ী)।
২. সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট বৃত্তি
নির্বাচিত ২০ জন মেধাবী শিক্ষার্থীকে এই স্কলারশিপ প্রদান করবে।
* ৪ সেমিস্টারের পুরো টিউশন ফি।
* জীবনযাত্রা ব্যয়ের জন্য দেবে মাসে ৫ লাখ ওন (কোরিয়ান মুদ্রা) বাংলাদেশি টাকায় ৪২ হাজার ৩৫৩ টাকা।
যোগ্যতা: * বাংলাদেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্য হতে হবে।
* স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রি এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর থাকতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
* সিউল ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে স্প্রিং ২০২৫ সেমিস্টারে স্নাতকোত্তর অথবা পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: ১. বৃত্তির আবেদন ফর্ম ২. একাডেমিক সনদ এবং ট্রান্সক্রিপ্ট ৩. পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি ৪. স্টাডি প্লান ৫. পার্সোনাল স্টেটমেন্ট ৬. ২ টি রিকমেন্ডেশন লেটার ৭. মোটিভেশনাল লেটার ৮. রিসার্চ প্রোপোজাল ৯. থিসিস পেপার
আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ভিজিট করুন- https://en.snu.ac.kr/admission/graduate/scholarships/before_application