অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বাস্তবায়নাধীন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ (জেডিএস) প্রকল্পে ৪৭২ মিলিয়ন জাপানিজ ইয়েন সমপরিমাণ ৩ দশমিক ৩৮ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিচ্ছে জাপান। দেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৬ কোটি টাকা।
এ বিষয়ে গতকাল সোমবার বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে ‘বিনিময় নোট’ ও ‘অনুদান চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান ‘বিনিময় নোট’ ও ‘অনুদান চুক্তি’ স্বাক্ষর করেন। অপরদিকে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি বিনিময় নোট এবং ঢাকায় নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে ‘অনুদান চুক্তি’ স্বাক্ষর করেন।
হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ (জেডিএস) প্রকল্পটি ২০০১ থেকে ২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত মেয়াদে চলমান রয়েছে।