বাংলাদেশ গ্রন্থাগার সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়ছেন আলী আকবর

নিজস্ব প্রতিবেদক |

জমে উঠেছে বাংলাদেশ গ্রন্থাগার সমিতির (ল্যাব) নির্বাচন-২০১৭। আগামী ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে পুরোদমে চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা। এ নির্বাচনে এক প্যানেলের সভাপতি পদপ্রার্থী হিসেবে লড়ছেন সৈয়দ আলী আকবর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-গ্রন্থাগারিক হিসেবে কর্মরত আছেন। সারাদেশব্যপী বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। সভাপতি পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এ নির্বাচনে। বিভাগীয় প্রতিনিধিসহ মোট ২৩টি পদে দুটি প্যানেলে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সৈয়দ আলী আকবর ১৯৭৭-৭৮ সেশনে নেত্রকোনা কলেজ ছাত্র সংসদের সমাজকল্যাণ সম্পাদক, ১৯৭৯-৮০ তে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য, সহ-দপ্তর সম্পাদক, দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়কের দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের রিচার্স অফিসার, সিনিয়র রিচার্স অফিসার একাধিক পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপ-গ্রন্থাগারিক (রিসার্চ) হিসেবে কর্মরত রয়েছেন।

কর্মক্ষেত্রের পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে ৫ বার নির্বাচিত হন। বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া, আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সাবেক মহাসচিব ও বর্তমান সভাপতি হিসেবে দায়িত্বরত। বাংলাদেশ গ্রন্থাগার সমিতির সাবেক মহাসচিব ও বর্তমানে সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত।

উল্লেখ্য যে, বাংলাদেশের সর্ববৃহৎ গ্রন্থাগার পেশাজীবী সংগঠন ‘বাংলাদেশ সহকারি গ্রন্থাগারিক সমিতি’র সদস্য সচিব এ এফ এম কামরুল হাছান বলেন, ‘আমরা প্যানেলভিত্তিক নির্বাচনের পক্ষে নই। তবে সৈয়দ আলী আকবর গ্রন্থাগার সমিতির মহাসচিবের দায়িত্বরত অবস্থায় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি গ্রন্থাগারিক পদটি সৃষ্টিতে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। এছাড়া স্কুল, কলেজ, মাদ্রাসার গ্রন্থাগার পেশাজীবীদের মর্যাদা পুনরুদ্ধারে চলতি বছরের ১লা জানুয়ারি জারিকৃত গেজেটের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ তিনি আমাদের সাথে আন্দোলনে যুক্ত রয়েছেন।’


পাঠকের মন্তব্য দেখুন
স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? - dainik shiksha শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ - dainik shiksha অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে - dainik shiksha সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0025498867034912