দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : বাংলাদেশ স্কাউটের পরিচালনা এবং স্পেশাল ইভেন্টস বিভাগের ব্যবস্থাপনায় বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সঙ্গীত, মুকাভিনয়, নৃত্য (কাব ও স্কাউট), যন্ত্রসংগীত, নৃত্য (রোভার), বাংলা ভাষায় উপস্থাপন, আবৃত্তি এবং কিরাত/আযান-এই ৮ বিষয়ের ওপর জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রেশন সম্পন্নের মাধ্যমে জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট কার্যক্রমের স্পেশাল ইভেন্টস বিভাগের জাতীয় কমিশনার মো. ফসিউল্লাহ, সোশ্যাল বিষয়ক জাতীয় কমিটির সভাপতি মো. মফিজুল ইসলাম, জাতীয় উপ-কমিশনার মো. শাহরিয়ার, নির্বাহী পরিচালক উনু চিং, উপ-পরিচালক জাহির-উল-আলমসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।
প্রতিযোগীরা প্রথমে প্রতিযোগিতার জেলা পর্যায়ে অংশগ্রহণ করেন। সেখান থেকে বিজয়ীরা অঞ্চল পর্যায়ে অংশগ্রহণ করেন। পরবর্তীকালে অঞ্চল পর্যায়ের বিজয়ী প্রতিযোগীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। বিভিন্ন প্রতিযোগিতায় সারা দেশ থেকে ২৫০ জনের বেশি স্কাউট ও রোভার স্কাউট অংশগ্রহণ করেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।