বাউবি ও ইউনিসেফের দক্ষতা বিষয়ক বৈঠক

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

তরুণদের কর্মসংস্থান, শিক্ষার মানোন্নয়ন ও দক্ষতা বাড়াতে জীবনমুখী নানা দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ও ইউনিসেফের শিক্ষাবিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। 

গত বুধবার সকালে রাজধানীর আগারগাঁয়ে অনুষ্ঠিত এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

এ সময় বাউবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম এবং ইউনিসেফের পক্ষে ছিলেন এডুকেশন চিফ দীপা শংকর, এডুকেশন ম্যানেজার ইকবাল হোসেন, ন্যাশনাল এডুকেশন কনসালটেন্ট দিদারুল আনাম চৌধুরী, শিক্ষা বিশেষজ্ঞ শামীমা সিদ্দিকী, শিক্ষা অফিসার রুবাইয়া মনজুর। গত তিন দশকে বাউবি ও ইউনিসেফের শিক্ষাবিষয়ক উদ্যোগ গ্রহণের বিষয়ে এটাই প্রথম বৈঠক।

বৈঠকে উঠে আসে বাউবির শিক্ষাক্রমের মৌলিক দর্শন এবং ইউনিসেফের এ উদ্যোগের লক্ষ ও উদ্দেশ এক। এই দুটি প্রতিষ্ঠানের পারস্পারিক সহযোগিতায় খুব শিগগির দেশের ১৫ থেকে ২৪ বছরের যুবকদের আধুনিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে দেশে দক্ষ জনগোষ্ঠেী গড়ে তোলা হবে। এ সম্পর্কিত কোর্স ডিজাইন ও ডেভেলপমেন্টে বাউবি ও ইউনিসেফের প্রতিনিধি দল খুব শিগগিরই কাজ করবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়। 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, ইউনিসেফের শিক্ষাবিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে আমরা আজ যে উদ্দেশে বৈঠকে বসেছি তা খুবই প্রাসঙ্গিক, যৌক্তিক ও সময়োপযোগী। কারণ, বাউবি একটি ব্যতিক্রমধর্মী প্রযুক্তি ও ব্যবস্থাপনা নির্ভর শিক্ষাপ্রতিষ্ঠান। বিশেষ করে শিক্ষাবঞ্চিত, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চল, বিভিন্ন পেশাজীবী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, অবহেলিত, সব বয়সের মানুষ, শারীরিক প্রতিবন্ধী, ঝড়েপড়া শিক্ষার্থী, কর্মজীবী মানুষের জন্য ১২টি আঞ্চলিক কেন্দ্র, ৮০টি উপ-আঞ্চলিক কেন্দ্র এবং ১ হাজার ৫৪৫টি স্টাডি সেন্টারের মাধ্যমে দেশজুড়ে জালের মতো ছড়িয়ে আছে বাউবির শিক্ষাব্যবস্থা। 

অন্যদিকে, ইউনিসেফের পক্ষ থেকে দীপা শংকর বলেন- দক্ষিণ এশিয়ায় বাউবি অন্যতম একটি প্রতিষ্ঠান। আমি আশা করছি, দুটি প্রতিষ্ঠানের পারস্পারিক সহযোগিতায় উপকৃত হবে বাংলাদেশের সম্ভাবনাময় তরুণরা। এ সভায় বাউবি ও ইউনিসেফ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করে যে, দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বাংলাদেশের যুবকদের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ দিয়ে দক্ষ যুবসমাজ গড়ে তুলতে দুটি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে। 

বাউবি এবং ইউনিসেফের প্রতিনিধিদের দিয়ে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য একটি ওয়ার্কিং টিম গঠন করা হবে। এ বিষয়ে ইউনিসেফ, বাংলাদেশ সব প্রকার সহযোগিতা দেয়ার বিষয়ে আশ্বাস দেন।


পাঠকের মন্তব্য দেখুন
৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও - dainik shiksha ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল - dainik shiksha বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক - dainik shiksha এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত - dainik shiksha জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন - dainik shiksha এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0026788711547852