ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাকচান্দা ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আসাদুল্লাহর স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতিসহ জামায়াত-শিবিরের লোক দিয়ে কমিটি গঠনের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, মাদরাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ জ্যেষ্ঠতা লঙ্ঘন করে তৎকালীন মাদরাসা কমিটির রেজুলিউশন খাতা গোপন করে নতুন রেজুলিউশন খাতা তৈরি করে মাদরাসার সাবেক সভাপতি, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের নেতা, মাদরাসার সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদের স্বাক্ষর জাল করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেন। ফলে এলাকাবাসী, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ মাদরাসায় কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
অভিযোগে আরো বলা হয়, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে আসাদুল্লাহ মাদরাসার নিকট তার বাড়ি থাকার সুবাদে পেশিশক্তি প্রয়োগ করে আগের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর করতে বাধ্য করেন। তিনি অবৈধভাবে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়ে টাকার বিনিময়ে পেশিশক্তি ব্যবহার করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অ্যাডহক কমিটি গঠনের চেষ্টায় লিপ্ত।
ফলে, মাদরাসার শিক্ষক, অভিভাবক, কর্মচারী ও এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। বিষয়টির প্রতি এলাকাবাসী, ছাত্র-ছাত্রীর অভিভাবক জরুরি ভিত্তিতে পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামসহ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আসাদুল্লাহর বক্তব্য পাওয়া যায়নি।