বাকৃবিতে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

বাকৃবি প্রতিনিধি |

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা এসব অনিয়মের অভিযোগ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগে ২০১৪ এবং খ্রিষ্টাব্দে  দুই দফায় দেড় শতাধিক পদে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে প্রায় তিন সহস্রাধিক প্রার্থী আবেদন করেন। দীর্ঘদিন কালক্ষেপণের পর শনিবার বিশ্ববিদ্যালয়ে ৫টি কেন্দ্রে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তবে এই পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ করেন চাকরি প্রার্থীরা। কিছু প্রার্থীকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও অনলাইন কপি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেয়া, কিছু প্রার্থীকে দেরিতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেয়া, প্রবেশপত্র ছাড়াই পরীক্ষায় বসতে দেয়াসহ নানা অভিযোগ পাওয়া গেছে।

চাকরি প্রার্থীরা জানান, জাতীয় পরিচয়পত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না প্রবেশপত্রে এমন নিদের্শনা থাকলেও বেশ কয়েকটি কেন্দ্রে এই নিয়ম মানা হয়নি। কয়েকটি কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র ছাড়াও প্রার্থীরা পরীক্ষা দেয়। কয়েকজন প্রার্থী প্রবেশপত্র ছাড়াই পরীক্ষায় দেয়। পরীক্ষা শুরুর আধা ঘণ্টা পরও কয়েকজন প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে।

পরীক্ষায় এমন অনিয়মে ক্ষোভ প্রকাশ করেছেন প্রার্থীরা। কয়েকজন প্রার্থী এমন অনিয়মে নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ পদের বিপরীতে প্রার্থী ঠিক করা আছে। শুধুমাত্র আই ওয়াশ করার জন্য পরীক্ষা নেয়া হয়েছে। উপযুক্ত কাগজপত্র ছাড়াই তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হয়েছে।

প্রার্থীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে নিয়োগ কমিটির সভাপতি অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী বলেন, পরীক্ষার প্রবেশপত্রে স্পষ্ট জাতীয় পরিচয়পত্রের বিষয়ে নির্দেশনা দেয়া ছিল। তাই জাতীয় পরিচয়পত্রের মূল কপি ছাড়া কাউকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। হঠাৎ করে উপ-উপাচার্য জাতীয় পরিচয়পত্রের মূলকপি ছাড়াও প্রার্থীদের পরীক্ষা দেয়ার অনুমতি দেন। এ কারণে কয়েকটি কেন্দ্রে অনেকের পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান বলেন, দীর্ঘদিন পর নিয়োগ হওয়ায় অনেকেই অনেক কথা বলবেন। তবে নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0024130344390869