দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের আয়োজনে লাইভস্টক অ্যান্ড পোল্ট্রি রিসার্চ অ্যান্ড প্রোডাকশন সেন্টার ও মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগ কর্তৃক প্রাণিসম্পদ অধিদপ্তরকে ভ্যাকসিন সিড হস্তান্তর করা হয়। বুধবার দুপুরে এ হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।
মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের প্রধান এবং পোল্ট্রি রিসার্চ অ্যান্ড প্রোডাকশন সেন্টার- এর আহবায়ক প্রফেসর ড. মারজিয়া রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী ভ্যাকসিন সিড হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা, প্রশিক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক ড. মো. মোস্তফা কামাল।
অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুল আউয়াল এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।