বাকৃবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

বাকৃবি প্রতিনিধি |

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ছাত্রলীগের সভাপতি শাহীনুর রেজার (সুমন) বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে একটি হোটেলে হামলার ঘটনাটি ঘটে। এর আগেও সাংবাদিকের ওপর হামলা, নিরাপত্তাকর্মী মারধরসহ কয়েকটি অভিযোগ রয়েছে শাহীনুরের বিরুদ্ধে।

হামলার শিকার সাংবাদিকের নাম আশিকুর রহমান। তিনি বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি।

এর আগে গত বছরের ২৮ মার্চ ছাত্রলীগের কর্মীদের সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুরের ঘটনার ভিডিও করায় একজন সাংবাদিককে মারধর করেন শাহীনুরসহ অনেকে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠিত হলেও এখন পর্যন্ত কোনো বিচার হয়নি। এ ছাড়া গত বছরের মধ্যরাতে একজন নিরাপত্তাকর্মীকে মারধরের সঙ্গেও শাহীনুরের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে ও বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরা ফুটেজ দেখে জানা গেছে, গতকাল বেলা ৩টার দিকে আশিকুর দুপুরের খাবার খেতে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ের সজীব হোটেলে যান। এ সময় শাহীনুর, পশুপালন অনুষদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ মেহেরাবসহ অনেকে উপস্থিত ছিলেন। একপর্যায়ে আশিকুরের অর্ডার দেওয়া খাবার শাহীনুরকে দিয়ে দেয় হোটেলের বয়। তখন আশিকুর রহমান খাবারের বিষয়ে দোকানির সঙ্গে কথা বলতে গেলে শাহীনুর রেজা ও সৌরভ তাঁকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারতে থাকেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক আশিকুর রহমান।

জানা যায়, শাহীনুর রেজা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের অনুসারী।

এ বিষয়ে শাহীনুর রেজা সাংবাদিকদের বলেন, খাবার নিয়ে আশিকুরের সঙ্গের কথা-কাটাকাটি ও কিছুটা ধাক্কাধাক্কি হয়েছে। তবে সেখানে মারামারির কোনো ঘটনা ঘটেনি।

আরেক অভিযুক্ত সৌরভ মেহেরাব বলেন, ‘খাবার নিয়ে শাহীন ভাইয়ের সঙ্গে তাঁর (আশিকুর রহমান) কথা-কাটাকাটি হয়। এ সময় শাহীন ভাইয়ের সঙ্গে বেয়াদবি শুরু করলে আমি তাঁর গায়ে হাত তুলি।’

এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের সঙ্গে কয়েকবার মোবাইল ফোনে ও খুদে বার্তায় যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর হারুন-অর-রশিদ বলেন, ‘আমরা ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেব।’


পাঠকের মন্তব্য দেখুন
ঢাকা বোর্ডে জিপিএ-৫ বেড়েছে ২০০ - dainik shiksha ঢাকা বোর্ডে জিপিএ-৫ বেড়েছে ২০০ ‘আহতদের আমৃত্যু চিকিৎসা ও পূনর্বাসনের ব্যবস্থা করা হবে’ - dainik shiksha ‘আহতদের আমৃত্যু চিকিৎসা ও পূনর্বাসনের ব্যবস্থা করা হবে’ ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জোরদার করার পরামর্শ ইউজিসির - dainik shiksha ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জোরদার করার পরামর্শ ইউজিসির পুরনো পদ্ধতিতে ফিরছে বৃত্তি পরীক্ষা - dainik shiksha পুরনো পদ্ধতিতে ফিরছে বৃত্তি পরীক্ষা কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক জাবির প্রশাসনিক ভবন থেকে ‘শেখ মুজিবের’ ছবি অপসারণ - dainik shiksha জাবির প্রশাসনিক ভবন থেকে ‘শেখ মুজিবের’ ছবি অপসারণ ইএফটি সংক্রান্ত নতুন নির্দেশনা - dainik shiksha ইএফটি সংক্রান্ত নতুন নির্দেশনা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন - dainik shiksha এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0028178691864014