বান্দরবানের দুর্গম পাহাড়ের প্রাথমিক বিদ্যালয়গুলো সাত মাস পর খুলেছে

দৈনিক শিক্ষাডটকম বান্দরবান |

দৈনিক শিক্ষাডটকম বান্দরবান : দীর্ঘ সাত মাস পর চালু হয়েছে বন্ধ থাকা বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। পাঠদানও শুরু হয়েছে এসব বিদ্যালয়ে। চলতি বছরের এপ্রিল থেকে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর আতঙ্কে বন্ধ হয়ে যায় রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার দুর্গম বিভিন্ন পাড়ার প্রাথমিক বিদ্যালয়। এতে শিক্ষা থেকে বঞ্চিত হয় পাহাড়ের এসব শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর বিদ্যালয়ে পাঠদান চালু হওয়ায় খুশি শিক্ষার্থীরা।

শিক্ষক ও অভিভাবকরা জানান, কেএনএফের আতঙ্ক কাটিয়ে দীর্ঘ সাত মাস পর শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু করেছেন ক্যপ্লাং পাড়া, পাইক্ষ্যং পাড়া,  আর্থা পাড়াসহ বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকরা। সম্প্রতি কেএনএফের সঙ্গে শান্তি কমিটির বৈঠকের পর সেনাবাহিনীর সহায়তায় নিজ গ্রামে ফিরে আসেন বিভিন্ন পাড়া থেকে পালিয়ে যাওয়া বাসিন্দারা। এ ছাড়াও স্বাভাবিক হয়েছে অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে যান চলাচল, কৃষিপণ্য পরিবহন ও স্থানীয়দের যাতায়াত। এতে স্বস্তি ফিরেছে দুর্গম এলাকার বাসিন্দাদের মাঝে। আর দীর্ঘদিন পর বিদ্যালয়ে আসতে পারায় খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা।

ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, ‘বিদ্যালয় খুলে দেওয়ার পর শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে আনন্দ-উল্লাসে মেতে ওঠে। তারা এখন অনেক খুশি।’

রোয়াংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মেহ্লাঅং মার্মা জানান, শান্তি আলোচনার পর থেকে বন্ধ থাকা বিদ্যালয়গুলো চালু হয়েছে। এ ছাড়া স্থানীয়দের জীবনমানও স্বাভাবিক হচ্ছে। পাহাড়ের বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরছে।

এদিকে, দুর্গম এলাকার বাসিন্দাদের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানসহ সব ধরনের সহযোগিতা প্রদানের কথা জানান সেনা বাহিনীর বান্দরবান সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান। তিনি বলেন, ‘শিক্ষা উপকরণ ও শীত বস্ত্র বিতরণের পাশাপাশি রাস্তাঘাটও সংস্কার করা হবে।’

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে কেএনএফের আতঙ্কে বন্ধ হয়ে যায় রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলার ছয়টিরও বেশি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া বিভিন্ন পাড়া থেকে পালিয়ে যায় শতাধিক পরিবার।


পাঠকের মন্তব্য দেখুন
সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ - dainik shiksha সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ কারিগরির এসএসসি ও দাখিলের রেজিস্ট্রেশনের সময় ফের বাড়লো - dainik shiksha কারিগরির এসএসসি ও দাখিলের রেজিস্ট্রেশনের সময় ফের বাড়লো প্রাথমিকের ডিজির অপসারণ ছাড়া কাজে ফিরবেন না কর্মকর্তা-কর্মচারীরা - dainik shiksha প্রাথমিকের ডিজির অপসারণ ছাড়া কাজে ফিরবেন না কর্মকর্তা-কর্মচারীরা ‘তুমি কে আমি কে? আদুভাই আদুভাই’ স্লোগান শেকৃবি শিক্ষার্থীদের - dainik shiksha ‘তুমি কে আমি কে? আদুভাই আদুভাই’ স্লোগান শেকৃবি শিক্ষার্থীদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে একগুচ্ছ প্রস্তাব - dainik shiksha মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে একগুচ্ছ প্রস্তাব ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ - dainik shiksha ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0025670528411865