বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিলো ছেলে

কক্সবাজার প্রতিনিধি |

বাবার লাশ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষা দিয়েছে ইফতি আকবর তাওসিফ নামের এক পরীক্ষার্থী। পরীক্ষার পূর্বমুহূর্তে তার বাবা মারা যায়। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের পেকুয়া উপজেলায়। কর্তব্যরত শিক্ষকেরা জানিয়েছেন, সে মনোযোগের সঙ্গে পরীক্ষা দিয়েছে। আজ বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ছিল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা।

তাওসিফের বাবা নাজিম উদ্দিন (৪৫) ছিলেন পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। হৃদ্‌রোগে আক্রান্ত হলে গত সোমবার তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল ছয়টায় সেখানেই তিনি মারা যান।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, নাজিম উদ্দিনের মরদেহ হাসপাতাল থেকে সকাল সাড়ে নয়টায় বাসায় পৌঁছায়। তাওসিফ তার বাবার মরদেহ একনজর দেখেই কাঁদতে কাঁদতে পরীক্ষার কেন্দ্রে ছোটে। তাওসিফ উপজেলার শীলখালী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে অষ্টম শ্রেণিতে জিপিএ ৫ ও বৃত্তি পায়। পরিবারের দ্বিতীয় ছেলে তাওসিফের আরও তিন ভাই আছে। বড় ভাই চট্টগ্রাম বিএফ শাহিন কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে, তৃতীয় ভাই চতুর্থ শ্রেণিতে অধ্যয়ন করছে। সবার ছোট ভাই ইসরাক বিল্লাহর বয়স মাত্র চার বছর।

পরীক্ষা শেষে কথা হয় তাওসিফের সঙ্গে। সে বলে, ‘যখন প্রাইমারিতে পড়ি বাবা ক্লাসে সব সময় বলতেন বাড়িতে কেউ মারা গেলেও তার লাশ এক পাশে রেখে ক্লাসে যেতে হবে, পরীক্ষা দিতে হবে। আল্লাহ বাবার সেই কথাটি আমার মাধ্যমেই বাস্তবায়ন করেছেন। জীবিত বাবার চেয়ে মৃত বাবা আমাকে অনুপ্রাণিত করেছেন বেশি।’

পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের কেন্দ্রসচিব আবদুল কাদের বলেন, ‘বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষাকেন্দ্রে আসায় ওই পরীক্ষার্থীকে দেখতে যাই। চেহারায় কষ্টের ভাব দেখা গেলেও মানসিকভাবে তাকে অনেক শক্ত মনে হয়েছে। লেখাতে যথেষ্ট মনোযোগ ছিল।’

পূর্ব গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (নাজিম উদ্দিনের ছাত্র) গোলাম মোস্তফা বলেন, ‘গোঁয়াখালী এলাকায় শিক্ষা বিস্তারে স্যারের অবদান ছিল খুব বেশি। বিদ্যালয়টি বেসরকারি থাকা অবস্থায় আর্থিক অনটনের মধ্যেও স্যার নিয়মিত ক্লাস চালিয়ে নিতেন। এখন আমরা একজন অভিভাবককে হারিয়েছি।’


পাঠকের মন্তব্য দেখুন
শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0066530704498291