বাবা অশোভন আচরণ করায় ছেলের সিট বাতিল করলেন প্রাধ্যক্ষ

রাবি প্রতিনিধি |

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলের প্রাধ্যক্ষের সঙ্গে ছাত্রের বাবা অশোভন আচরণ ও উচ্চস্বরে কথা বলার অভিযোগে ছেলের হলের সিট বাতিল করা হয়েছে।  

রোববার (১৭ এপ্রিল) দর্শন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী রোকন উদ্দিন কাইকাউসের আবাসিকতা বাতিল করেন প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোশতাক আহমেদ।

সিট বাতিলের কারণ জানিয়ে উপাচার্যের কাছে এক স্মারকলিপি জমা দিয়েছেন তিনি।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রোকন উদ্দিন কাইকাউসকে আমার হলে (মতিহার হল) গত ২ মার্চে ভর্তি করা হয়। বর্তমানে হলে সিট সংকট থাকায় তাকে কিছু দিন অপেক্ষা করতে বলা হয় এবং নতুন ব্লক চালু হলে সেখানে সিট বরাদ্দ দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়। এরপর গত ৬ এপ্রিলে রোকন উদ্দিনের বাবা আমার সঙ্গে দেখা করেন এবং সিটের ব্যাপারে খোঁজ নেন। নতুন ব্লক চালু হলে সিট বরাদ্দ পাবে বলে আমি তাকে আশ্বস্ত করি।

স্মারকলিপিতে তিনি আরও বলেন, এক সপ্তাহ পর ওই ছেলের বাবা গত ১৩ এপ্রিল আমাকে ফোন দিয়ে সিট কেন দেওয়া হচ্ছে না, তার কারণ জানতে চায়। আমি তাকে বলি একটু সময় লাগবে। কিন্তু তিনি আমাকে কোনো সময় দিতে চান না, রূঢ় ভাষায় কথা বলেন এবং ফোনে অনেক উচ্চস্বরে কথা বলতে থাকেন। তার এরূপ অশোভন আচরণে রোকন উদ্দিন কাইকাউসের মতিহার হলের ভর্তি বাতিল করা হয়েছে।

জানতে চাইলে ভুক্তভোগী শিক্ষার্থী রোকন উদ্দিন কাইকাউস বলেন, আমি খেতাবপ্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের (বীর বিক্রম) নাতি পরিচয় দিয়ে হলের আবাসিকতার জন্য সব কাগজপত্র জমা দিয়ে আবেদন করি। গত ২ মার্চ ১৪৬ নম্বর রুমে ট্যাগ দিয়ে আবাসিকতা নিশ্চিত করেন মতিহার হল প্রাধ্যক্ষ। পরে সেই রুমে গিয়ে দেখি মাস্টার্সের দুই ভাই আছেন। অফিসে যোগাযোগ করলে আমাকে বলে এক মাস পরে তারা চলে যাবেন তখন উঠতে পারবে। এক মাস পর গিয়ে দেখি ওই রুমে আমর পরের বর্ষের ২০১৯-২০ ও ২০২০-২১ সেশনের দুই ছেলেকে উঠানো হয়েছে।

তিনি আরও বলেন, পরে প্রভোস্ট স্যারের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি বলেন এক সপ্তাহর মধ্যে তোমাকে অন্য রুমে তুলে দিবেন। এক সপ্তাহ পরে যোগাযোগ করলে তিনি সরাসরি নাকচ করে দেন এবং অফিস থেকে আমাকে জানানো হয় কার্ড জমা দিয়ে ভর্তির টাকা ফেরত নিয়ে যেতে। এটি নিয়ম বহির্ভূত এবং পক্ষপাতমূলক।

হলের সিট বাতিলের বিষয়ে জানতে চাইলে প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুসতাক আহমেদ বলেন, প্রভোস্টের এখতিয়ারভুক্ত বিষয়ে যদি কেউ শৃঙ্খলা ভঙ্গের মতো কাজ করে বা প্রভোস্টের সঙ্গে দুর্ব্যবহার করে শুধু সিট বাতিল কেন, ছাত্রত্ব বাতিলের সুপারিশও করতে পারেন একজন প্রভোস্ট। তাছাড়া সে নিজে অফিসে এসে কারণ দর্শাতে বলেছে যা তার কাজ নয়


পাঠকের মন্তব্য দেখুন
দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা - dainik shiksha চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? - dainik shiksha স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার - dainik shiksha কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর - dainik shiksha বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0046300888061523