ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি বালুবাহী ট্রাকের চাপায় এক ষাটোর্ধ্ব নারী ও এক শিক্ষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে পৌর শহরের ফায়ার সার্ভিস কার্যালয়ের অনতিদূরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বড়হিত ইউনিয়নের পস্তাইল উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবদুস ছাত্তার (৫৮) ও ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়ার মহল্লার বাসিন্দা ধনতি গৌড় (৬২)।
সড়কে দুজনকে চাপা দিয়ে চালক ট্রাকটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে জনতা ও পুলিশ ধাওয়া করে ট্রাকটিকে নান্দাইল উপজেলার কানুরামপুর এলাকায় আটক করে। ট্রাকচালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান। তবে তাঁর নাম জানাননি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, আবদুস ছাত্তার ফায়ার সার্ভিস কার্যালয়ের কাছাকাছি এলাকার বাসা থেকে বের হয়ে হেঁটে শহরের দিকে যাচ্ছিলেন। ষাটোর্ধ্ব নারী ধনতি গৌড় দত্তপাড়া মহল্লা থেকে হেঁটে পাশের মহল্লায় যাচ্ছিলেন। একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের দুজনকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের একটি দল দুজনকে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এ সময় ধনতি গৌড়কে মৃত বলে ঘোষণা করেন। অপর দিকে শিক্ষক আবদুস ছাত্তারকে সংকটাপন্ন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।