সাতক্ষীরার পাটকেলঘাটায় বাসের ধাক্কায় ফকির আহম্মেদ শাহ (৬০) নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ভৈরবনগর মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
ফকির আহম্মেদ শাহ পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। তার গ্রামের বাড়ি পাটকেলঘাটা থানার বাইগুনি এলাকায়। তিনি শহরের কাটিয়া এলাকায় থাকতেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কলেজের আরেক অধ্যাপক নাজমুল হক জানান, সকাল সাড়ে ৯টায় থ্রি হুইলারে সাতক্ষীরা শহর থেকে পাটকেলঘাটায় কলেজের দিকে যাচ্ছিলেন ফকির আহম্মেদ শাহ। ভৈরবনগর মোড় নামক স্থানে একটি যাত্রীবাহী বাস মাহেন্দ্রয় ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ফকির আহম্মেদ শাহ। তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, অধ্যাপকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।