দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার বলেছেন, শুধু পুঁথিগত শিক্ষা নয় বরং কল্যাণমুখী এবং বাস্তবধর্মী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন, এর ফলে শিক্ষার প্রকৃত মানের উন্নয়ন হবে। তাই আমরা শিক্ষার্থীদের শুধু শিক্ষিত নয় বরং সুশিক্ষিত, প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবো।
সোমবার সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) ৩৫ বছর উদযাপন অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দ্বিতীয় সেশনে বীর মুক্তিযোদ্ধা ও পাট বিজ্ঞানী অধ্যাপক ড. এ বি এম আব্দুল্লাহ সভাপতিত্ব করেন।
সংলাপ অনুষ্ঠান পরিচালনা করেন-ওয়াটারএইড দক্ষিণ এশিয়া আঞ্চলিক পরিচালক ডা. খায়রুল ইসলাম। শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার এ সময় আরো বলেন, আগামীর বাংলাদেশ কেমন হবে, ভাবলেই প্রথমত দেখতে চাই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি।
একটা দেশ এবং জাতি গঠনে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য দেশকে উন্নতির চরম শিখরে পৌঁছাতে সাহায্য করতে পারে সেই দেশের শিক্ষিত জনগোষ্ঠী। পৃথিবীর প্রতিটি দেশ আজ নতুন কিছু উদ্ভাবনের মাধ্যমে তার দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করছে। আধুনিক সমাজে শিক্ষার গুরুত্ব দেশের প্রতিটা শ্রেণির মানুষ উপলব্ধি করতে পারছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য আরমা দত্ত, বিআইডিএস’র মহাপরিচালক ড. বিনায়ক সেন, সাবেক মহাপরিচালক-বারডেম ও ডিএসকের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. নাজমুন নাহার, ডাকসুর সাবেক ভিপি ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানম, ঢাকা বিশ্ববিদ্যালের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এম আকাশ, অর্থনীতিবিদ ও সিপিডি’র সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক ও প্রকৌশলী উত্তম কুমার রায়, সাবেক ব্যাংকার ও অর্থনৈতিক বিশ্লেষক মামুন রশীদ, বাংলাদেশ আদীবাসী ইউনিয়নের সহ-সভাপতি রাখী ম্রং, নগর দরিদ্র্য বস্তিবাসীর উন্নয়ন সংস্থার (এনডিবাস) সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার।