যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক হাফেজ আলিম (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
সোমবার দুপুরে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটা নামের স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফেজ আলিমের বাড়ী হবিগঞ্জ জেলায় বলে জানা গেছে।
নরসিংদীর ইটাখোলা হাইওয়ে পুলিশের এস আই নূরুল হুদা বিষয়টি নিশ্চিত করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিদেশ ফেরত যাত্রীসহ স্বজনদের নিয়ে সিলেটগামী একটি মাইক্রোবাস বাগহাটা এলাকায় পৌছলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল কোচ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক হাফেজ আলিম নিহত হন। এসময় আহত হয়েছেন মাইক্রোবাসের আরো ৩ যাত্রী। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহত তিনজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।