সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম ও যশোরের চৌগাছায় দুই হাফেজসহ চারজন নিহত হয়েছেন। বুধবার ও কতকাল এসব দুর্ঘটনা ঘটে।
যশোরের চৌগাছায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রবিউল ইসলাম রুবেল এবং হযরত আলী নামে দুই কোরআনে হাফেজ নিহত হন। গত বধুবার রাত সাড়ে নয়টার দিকে চৌগাছা-যশোর সড়কের নিমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাফেজ রুবেল যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের খিতিবদিয়া গ্রামের আতর আলীর ছেলে ও হাফেজ হযরত আলী পাবনার আতাইকুলা উপজেলার গঙ্গারামপুর গ্রামের আব্দুস শুকুরের ছেলে। তারা দুজন স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসা থেকে সবেমাত্র হাফেজি পড়া শেষে করেছেন।
সূত্রে জানা যায়, বুধবার রাতে তারা একটি মোটরসাইকেলে করে চৌগাছা উপজেলার বারুইহাটি গ্রামে হাফিজুর রহমান (কুয়াকাটা) হুজুরের মাহফিলে আসছিলেন। পথিমধ্যে চৌগাছা-যশোর সড়কের নিমতলায় দুর্ঘটনার কবলে পড়েন তারা। এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদে বোর্ড অফিস এলাকায় মিনিবাসের ধাক্কায় মো. নুরুল আমিন পিন্টু নামে এক ব্যক্তি নিহত হন। নিহত নুরুল উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামের মৃত হাফেজ এখলাস মিয়ার ছেলে। চট্টগ্রাম নগরীর একেখান বাসস্টেশন সংলগ্ন সড়কে বধুবার রাতে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় শিক্ষক নুরুল ইসলাম নিহত হন। নিহত নুরুল ইসলাম রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর সর্তা গ্রামের তোতা গাজীর বাড়ির ইদ্রিস মিয়া তহশিলদারের ছেলে ও ফতেপুর লতিফ রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।