কওমি মাদরাসা ছাত্র ঐক্যের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন মসজিদ ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার প্রতিবাদে কওমি মাদরাসার ছাত্র ঐক্যের বিক্ষোভ মিছিল বের করার কথা রয়েছে। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও একই সময় গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এই কমসূচিগুলোকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ঠেকাতে এই কড়া নিরাপত্তা।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে এক পর্যায়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে বহু হতাহত হন। সরকারের হিসেবে নিহতের সংখ্যা ১৫০ আর আন্দোলনকারীদের দাবি, ২৬৬।
এই সহিংসতার জন্য জামায়াত–শিবিরকে দায়ী করে বৃহস্পতিবার দলটিকে নিষিদ্ধ করা হয়।