বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার তারিখসহ আবেদনের যোগ্যতাও তুলে ধরা হয়েছে। আগামী ১৯ ও ২০ জানুয়ারিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দুই দিনে দুই শিফটে পরীক্ষা হবে। আবেদন ফি ১ হাজার ৫০ টাকা।
বিইউপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ ডিসেম্বর থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত ভর্তির জন্য আবেদন করা যাবে। ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।
এদিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এই শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি শুরু হবে।
বিইউপির ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এরপর ১৪ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। ১৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিনই বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরদিন ২০ জানুয়ারি প্রথম শিফটে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা হবে।
ভর্তি পরীক্ষার নম্বর
আবেদনকারী পরীক্ষার্থীদের ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। এর মধ্যে ইংরেজি ৪০, সাধারণ জ্ঞান ৪০ ও বাংলা ২০ নম্বরের পরীক্ষা হবে।