বিএড কোর্স করার সুযোগ পেয়েছেন বিভিন্ন সরকারি স্কুলের ৫৫৫ জন শিক্ষক। ২০২৩ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড কোর্সে ভর্তির জন্য ১৪টি সরকারি টিচার্স ট্রেনিং কলেজে তাদের প্রেষণ মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার বিষয়টি জানিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
জানা গেছে, রাজশাহী টিটিসিতে ৮০ জনের, ঢাকা টিটিসিতে ৭৯ জনের, কুমিল্লা টিটিসিতে ২৪ জনের, ফেনী টিটিসিতে ১০ জনের, চট্টগ্রাম টিটিসিতে ১৮ জনের, সিলেট টিটিসিতে ১৭ জনের, রংপুর টিটিসিতে ৮৯ জনের, পাবনা টিটিসিতে ৩৮ জনের, যশোর টিটিসিতে ৪১ জনের, খুলনা টিটিসিতে ৩৯ জনের, বরিশাল টিটিসিতে ২২ জনের, ময়মনসিংহ টিটিসিতে ৫৪ জনের, ময়মনসিংহ মহিলা টিটিসিতে ২০ জনের এবং ফরিদপুর টিটিসিতে ২৪ জন শিক্ষকের প্রেষণ মঞ্জুর করা হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, বিভিন্ন টিচার্স ট্রেনিং কলেজে ভর্তির জন্য যাতায়াতের সময় ছাড়া কোর্স শুরুর তারিখ থেকে কোর্স সমাপ্তির তারিখ পর্যন্ত এক বছরের জন্য তাদের প্রেষণ মঞ্জুর করা হয়েছে।
আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকমে ভর্তি বিজ্ঞাপন দিন ৩০ শতাংশ ছাড়ে
প্রশিক্ষণ শেষে এ শিক্ষকদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে তিন বছর চাকরি করতে হবে। প্রেষণের সময় তারা নিজ নিজ কর্মস্থল থেকে বেতন-ভাতা গ্রহণ করবেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।