সরকারি টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) পাশাপাশি মাত্র ২৩ টা বেসরকারি টিটি কলেজ থেকে বিএড সনদ অর্জনকারীরা উচ্চতর স্কেল পাবেন বলে সাফ জানিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা বিভাগ (ডিআইএ)। ভুয়া বিএড সনদ নিয়ে উচ্চতর স্কেল প্রাপ্তির বিষয়টি তদন্ত করতে ডিআইএর একটি টিম ঢাকার অন্যতম নামকরা প্রতিষ্ঠান মতিঝিল স্কুল আইডিয়াল স্কুল এন্ড কলেজে যায়। পরিদর্শন করতে গিয়ে তারা জানতে পারেন প্রতিষ্ঠানটিতে ৪৩ জন শিক্ষক বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বি এড সনদ নিয়ে উচ্চতর স্কেল গ্রহণ করছেন। ডিআইএর প্রতিবেদনটির বরাত দিয়ে শিক্ষা বিষয়ক দেশের একমাত্র প্রিন্ট জাতীয় পত্রিকা দৈনিক আমার বার্তা, শিক্ষা বিষয়ক ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকমসহ বেশ কয়েকটি গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে।
ডিআইএর তদন্ত প্রতিবেদনে সনদের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে সরকারি টিটি কলেজের পাশাপাশি ২৩ বেসরকারি টিটি কলেজের কথা বলা হয়েছে। এই ২৩ বেসরকারি টিটি কলেজের পক্ষ থেকে ২০০৯ সালে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে(৫০৩৮/২০০৯) রিট করা হয়েছিল। এর মধ্যে বর্তমানে ১৭ কলেজের শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।
কলেজগুলোর নাম ও ঠিকানাঃ
(১) হাজী ওয়াজেদ আলী টিচার্স ট্রেনিং কলেজ,সাতক্ষীরা, ০১৭১২-৯৭৬৬৮৯,০১৭৫১৩৮০১৮৮ মেইলঃ [email protected] (২) মহানগর টিচার্স ট্রেনিং কলেজ, আজিমপুর, ঢাকা, ০১৭৮৬-০৮৮৫৫৫ মেইলঃ [email protected] (৩) হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন, চাঁদপুর, ০১৮১৪-৩৮৫১৯১,০১৭১৩০৩৯৭৪৩ মেইলঃ [email protected] (৪) আমিরুল ইসলাম কাগজী টিচার্স ট্রেনিং কলেজ, পাইকগাছা, খুলনা০১৯২৩-১০৫৩২৯,০১৭২০৫১৫৩২৫ ০১৯১২৯৫৬৯৬১, মেইলঃ [email protected] (৫) পিরোজপুর টিচার্স ট্রেনিং কলেজ, পিরোজপুর, ০১৭২০-৬২১৭৩৩, ০১৯১৯৩৩৭৫৯৬(৬) কলেজ অব এডুকেশন বি.এড. বরিশাল, ০১৭১৭৩৮৮৬২৫ (৭) মুন্সী মেহেরুউল্লা টিচার্স ট্রেনিং কলেজ, যশোর, ০১৭১১-৪২৩৫৯২ (৮) জয়পুরহাট বি.এড কলেজ, জয়পুরহাট, ০১৭০-৭৭১৫৪০০ (৯) মঠবাড়িয়া টিচার্স ট্রেনিং কলেজ, মঠবাড়িয়া, পিরোজপুর, ০১৭১৪-৭২৯৬১৩ (১০) বগুড়া বি.এড কলেজ, বগুড়া, ০১৭১১-৩৬৩৫২৮ (১১) দক্ষিণ বঙ্গ টিচার্স ট্রেনিং কলেজ, পটুয়াখালী, অধ্যক্ষ ০১৭১২০৪৪৫৪৫ (১২) কক্সবাজার টির্চাস ট্রেনিং কলেজ, কক্সবাজার, ০১৮১৯-০১৪৫৪৬,০১৮১৭৭৮৫৬০০, (১৩) পরশ পাথর টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম (সিইপিজেড গেইট এর বিপরীতে, ফ্রি পোর্ট মোড়)+৮৮০১৭১১১৪৬৯২৫ (১৪) ড. মিয়া আব্বাস উদ্দীন টি.টি কলেজ, মোড়েলগঞ্জ, বাগেরহাট, ০১৭১৪-৫৭৩৬০০ (১৫) শিক্ষক প্রশিক্ষণ কলেজ,পালবাড়ী ,যশোর-০১৭১৬৩১৯৭২৬, (১৬) উপশহর টিচার্স ট্রেনিং কলেজ, যশোর,যশোর-মাগুরা রোড(প্রাণী সম্পদ গবেষণা ইন্সটিটিউটের সামনে) ০১৭১২-৩১১৩২৬, (১৭)মাগুরা টিচার্স ট্রেনিং কলেজ, এ,জি,একাডেমী,মাগুরা -০১৭১৯৭৩০৬৫০।