বিএনপিকে ষড়যন্ত্র ত্যাগের আহ্বান ঢাবি শিক্ষক সমিতির

ঢাবি প্রতিনিধি |

গত ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ সময় শিক্ষক নেতারা বিএনপিকে ষড়যন্ত্র ত্যাগ করে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে আসার আহ্বান জানান।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, গত শনিবার (২৮ অক্টোবর) কর্মসূচি ও মহাসমাবেশের নামে যে সহিংসতা করেছে আমরা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ তার প্রতিবাদ জানাই। তারা সমাবেশের নামে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, দায়িত্বরত পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে।

বক্তারা বলেন, বিএনপি ধরে নিয়েছে আমেরিকা ও ইউরোপীয় শক্তি তাদেরকে ক্ষমতায় আনবে। পিটার হাসের বক্তব্যই প্রমাণ করে বিএনপি পরিকল্পিতভাবে ২৮ অক্টোবর সন্ত্রাস-নৈরাজ্য চালিয়েছে। বিএনপির জন্মই হয়েছে সন্ত্রাসের মাধ্যমে। তাই তারা সন্ত্রাসী কার্যক্রম দ্বারা গণতন্ত্র কায়েম করতে চায়।

শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মো. ওয়াহিদুজ্জামান বলেন, ২৮ অক্টোবর মহাসমাবেশের নামে আল্টিমেটাম দিয়ে বিএনপি দেশে তাণ্ডব চালিয়েছে। একজন পুলিশকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে, প্রধান বিচারপতির বাসভবনে ও সাংবাদিকদের ওপর আক্রমণ চালিয়েছে। তারা দেশে আগুন-সন্ত্রাস ও হত্যার রাজনীতি আবার ফিরিয়ে এনেছে। তাদের সন্ত্রাস, হত্যা ও নৈরাজ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও দেশের সাধারণ মানুষ মেনে নেবে না।

ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এস এম মাকসুদ কামাল বলেন, যারা জাতীয় নির্বাচন ঠেকাতে চায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপি-জামায়াত নির্বাচনকে ব্যহত করে অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসতে চায়। কিন্তু তাদের উপলব্ধি করতে হবে যে, অগণতান্ত্রিকভাবে বিদেশি প্রভুর মাধ্যমে ক্ষমতায় এসে তারা লাভবান হতে পারবে না।

তিনি বলেন, আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল তারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে মেতেছে। এ ছাড়া জামায়াতের কথা শুনলেই তাদের একাত্তরের ভূমিকার বিষয় সামনে আসে। ১৫ আগস্টে হত্যাকাণ্ড ঘটিয়ে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। তাই তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। তাদের উচিত ষড়যন্ত্র ত্যাগ করে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে অংশগ্রহণ করা।

ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমদ, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, গণিত বিভাগের ডিন অধ্যাপক মোহাম্মদ সামাদ, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গোলাম রাব্বানী প্রমুখ।


পাঠকের মন্তব্য দেখুন
ঢাকা বোর্ডে জিপিএ-৫ বেড়েছে ২০০ - dainik shiksha ঢাকা বোর্ডে জিপিএ-৫ বেড়েছে ২০০ ‘আহতদের আমৃত্যু চিকিৎসা ও পূনর্বাসনের ব্যবস্থা করা হবে’ - dainik shiksha ‘আহতদের আমৃত্যু চিকিৎসা ও পূনর্বাসনের ব্যবস্থা করা হবে’ ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জোরদার করার পরামর্শ ইউজিসির - dainik shiksha ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জোরদার করার পরামর্শ ইউজিসির পুরনো পদ্ধতিতে ফিরছে বৃত্তি পরীক্ষা - dainik shiksha পুরনো পদ্ধতিতে ফিরছে বৃত্তি পরীক্ষা কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক জাবির প্রশাসনিক ভবন থেকে ‘শেখ মুজিবের’ ছবি অপসারণ - dainik shiksha জাবির প্রশাসনিক ভবন থেকে ‘শেখ মুজিবের’ ছবি অপসারণ ইএফটি সংক্রান্ত নতুন নির্দেশনা - dainik shiksha ইএফটি সংক্রান্ত নতুন নির্দেশনা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন - dainik shiksha এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0024089813232422